দীপশুভ্র সান্যাল: চিন্তন নিউজ:১৬ই ফেব্রুয়ারি:– নবান্ন অভিযানে পুলিশের বর্বর আক্রমণে শহীদ কমরেড মইদুল ইসলাম মিদ্যার পরিবারের পাশে থাকবার তাগিদে নিজেদের বিবাহবার্ষিকীর অনুষ্ঠান বাতিল করে ১০ হাজার টাকা জলপাইগুড়ি জেলার ডিওয়াইএফআই নেতৃত্ব প্রদীপ দে নীলাঞ্জন নিয়োগীর হাতে তুলে দেন রাজ্য কো অর্ডিনেশন কমিটির প্রাক্তন জেলা সম্পাদক বাণীব্রত সাহা।
জলপাইগুড়ির কর্মচারী ভবনে এক অনাড়ম্বর কিন্তু মহতী কর্মসূচির মাধ্যমে ১০ হাজার টাকার চেক তুলে দেন। কর্মচারী আন্দোলনের নেতৃত্ব জানান এই বেদনাদায়ক মর্মান্তিক ঘটনা কিছুতেই মানা যায়না। তৎসহ দপ্তর সম্পাদক কনক মন্ডল প্রভা দাস অর্থ দান করেন । মোট ১৯ হাজার ৫০০ টাকা দেন ।
ডিওয়াইএফআই জেলা সম্পাদক প্রদীপ দে জানান, শহীদ কমরেড মইদুল এর পরিবারের হাতে সংগঠনের রাজ্য কমিটির মারফত তুলে দেওয়া হবে। রাজ্য সরকারের এই অমানবিক কর্মকান্ডের বিরুদ্বে শহীদ মইদুল এর মৃত্যু বৃথা যাবেনা। বাংলার যুব সমাজ ঐকবদ্ধ হচ্ছে।