জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২৮ আগষ্ট, ২০২১ – ইউনিট কনফারেন্স থেকেই আগামীদিনে ক্যাম্পাসে জোট বাঁধার বার্তা গোটা পূর্ব বর্ধমান জেলার এস এফ আই এর সংগঠনের। আগামী ২৪-২৬ শে সেপ্টেম্বর ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ৩৭ তম সন্মেলন অনুষ্ঠিত হচ্ছে নদীয়া জেলার নবদ্বীপে। তার আগেই জেলার সংগঠনের পরিধি ও শক্তি বৃদ্ধির জন্য জেলা কমিটি জোড় দিয়েছে সংগঠনের প্রধান চালিকা শক্তি ইউনিট কমিটি তে। তাই ইউনিট সংগঠনকে শক্তিশালী ও পুনর্গঠন এর স্বার্থে জেলার অভ্যন্তরে থাকা প্রতিটি লোকাল কমিটির অভ্যন্তরীণ সমস্ত ইউনিট কমিটির কনফারেন্স সংগঠিত করার বার্তা দিয়েছে এস এফ আই পূর্ব বর্ধমান জেলা কমিটির নেতৃত্বগণ। সেই বার্তা গ্রহণ করে ক্যাম্পাসে ফেরা ও বিভাজন মুক্ত ক্যাম্পাস গড়তে ও ক্লাস রুম বাঁচাবার লড়াইয়ে শক্তিশালী করতে ইতিমধ্যে জেলা অভ্যন্তরে সর্বত্র ইউনিট কমিটির কনফারেন্স শুরু হয়। শনিবার দিন বর্ধমান শহর লোকাল কমিটির অধিনস্থ ৪ নং জোন কমিটির ইউনিট কনফারেন্স অনুষ্ঠিত হল বর্ধমান শহরের বড় নীলপুরে এদিন ছাত্র শহীদ মঞ্চে ও কমরেড শ্যামল চক্রবর্তী ও কমরেড সুদর্শন রায় চৌধুরী নগরে এই কনফারেন্স ৫০ জন প্রতিনিধি নিয়ে এই কনফারেন্স অনুষ্ঠিত হয় কনফারেন্স থেকে ১৩ জনের একটি ইউনিট কমিটি গঠন হয় এই সন্মেলন থেকে নব নির্বাচিত সভাপতি ও সম্পাদক হয় পার্থ দাস ও রানা দাস ।

আজ ১৫ দফা দাবির ভিত্তিতে কুচুট রাজবাড়ীতে মিছিল ও পথসভা সংগঠিত হয়।পথসভায় বক্তব্য রাখেন অশেষ কোঙার ও সুদেব ঘোষ।সভাপতিত্ব করেন সুজিত হাজরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।