চিন্তন নিউজ:নিউজ ডেস্ক:১০ই জুলাই:–ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিশ্ব মিটে ১০০মিটার রানে সোনা জিতলো উড়িষ্যার মেয়ে দ্যূতি চাঁদ। ইতালির নাপোলে এই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিশ্ব মিট অনুষ্ঠিত হ’ল। দ্যূতি চাঁদ ১১.৩২ সেকেন্ডে ১০০মিটার ট্র্যাক অতিক্রম করে। এর আগে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিশ্ব মিটে কোনো ইভেন্টে ভারতের কোনো ইউনিভার্সিটি ফাইনালে উঠতে পারেনি। এবারের সোনা জয় দ্যূতির চাঁদের দ্যূতি ছড়িয়ে দিয়েছে।
প্রসঙ্গত দ্যূতি চাঁদ এর আগেই খবরের শিরোনামে এসেছে তার সমকামিতা প্রসঙ্গে। দ্যূতি চাঁদের শরীরে পুরুষ হরমোন বেশী থাকায় খেলা থেকে সাসপেন্ড ও হয়েছে। আজ দ্যূতি চাঁদের সোনা জয় তাঁর সমস্ত কালিমা মুছে ফেলতে পেরেছে।প্রসঙ্গত: এশিয়ান গেমসে দুটি পদক ,এবং অলিম্পিকে একটি পদক জয়ী দ্যূতি চাঁদের এবারের সোনা জয় বিশ্বে ভারতের মান অবশ্যই উচ্চে উঠেছে বলে বিশিষ্ট ক্রীড়া প্রেমিকদের মত।
দ্যূতি চাঁদকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এবং রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।