শাশ্বতী ঘোষাল:চিন্তন নিউজ:১৭ই জানুয়ারি:-সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থাপনা সহ ৫২ টি স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছেন। ফলে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। সমালোচকদের মতে তিনি আন্তর্জাতিক আইন ভঙ্গ করছেন। টুইটারে দেওয়া হুমকিতে ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের নাগরিক বা সম্পদের ওপর হামলা হলে ইরানের সংস্কৃতির জন্য গুরুত্ব বহন করে এমন জায়গাতেও “খুব দ্রুত ও বিধ্বংসী “হামলা চালানো হবে।
এর আগে তিনি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন জেনারেলকে হত্যার নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি সরকার তখনই এটা করতে পারে যদি সেটা আত্মরক্ষার কারণে হয়। অবশ্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা পুরো বিষয়টি ই অস্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার বলেছেন “আমি পুরোপুরি নিশ্চিত যে আমাদের প্রেসিডেন্ট কমান্ডার ইন চিফ এ ধরণের কোনো বেআইনী আদেশ দেবেন না। ” ট্রাম্পের হুমকির জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সাংস্কৃতিক স্থাপনাকে লক্ষ্য বস্তু বানালে আন্তর্জাতিক আইনে তা যুদ্ধাপরাধ হিসাবেই পরিগণিত হবে।
ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ট্রাম্পকে হিটলার ও চেঙ্গিজ খানের সঙ্গে তুলনা করে টুইটে লিখেছেন এরা সবাই সংস্কৃতিকে ঘৃণা করে। তিনি আরো লিখেছেন যে ট্রাম্প খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন যে ইরানের মহান জাতি ও সংস্কৃতিকে কেউ পরাজিত করতে পারে না।