মিঠুন ভট্টাচার্য:চিন্তন নিউজ:৩০শে মার্চ:–দেশজুড়ে লকডাউনের জন্য পরিযায়ী শ্রমিকরা গভীর সমস্যার সম্মুখীন হয়েছেন।বর্তমান পরিস্থিতিতে এদের কাজ না থাকায় উপার্জনও বন্ধ। দৈনিক উপার্জন ছাড়া বড় শহরে বা কাজের জায়গায় দু’বেলা দু’মুঠো খেয়ে বেঁচে থাকাটাই এদের কাছে কষ্টকর। সমস্যার সম্মুখীন পরিযায়ী শ্রমিকরা দলবেঁধে বা পরিবার নিয়ে নিজেদের গ্রামে ফিরতে চাইছেন। কিন্তু কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া এদের ফিরিয়ে আনার কাজ প্রায় অসম্ভব। হাজার হাজার শ্রমিক পায়ে হেঁটে রওনা দিয়েছেন – এই হৃদয় বিদারক দৃশ্য আজ আমাদের দেখতে হচ্ছে। এদের মধ্যে বৃদ্ধ-বৃদ্ধা, তরুণ-তরুণী, শিশু সকলেই আছেন। অনেক পরিযায়ী শ্রমিক খাদ্য ও অন্যান্য সুবিধা ছাড়া বিভিন্ন জায়গায় আটকে আছেন।
ডিওয়াইএফআই এদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায়। প্রায় সর্বত্র ডিওয়াইএফআই এর কর্মীবৃন্দ আছেন। দেশজুড়ে সমস্ত পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারের প্রতি ডিওয়াইএফআই এর আবেদন, যে কোন অসুবিধা হ’লে, যে কোন প্রয়োজনে যোগাযোগ করবেন।প্রতি রাজ্যের ডিওয়াইএফআই -এর সাথে যোগাযোগ করার জন্য হেলফ লাইন নম্বর নীচে দেওয়া হলো, যা ভারতের যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি থেকে দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া সেন্টার 9446373370 (মহম্মদ রিয়াজ)9531569673 (অভয় মুখার্জী)দিল্লী 9210732736 (আসিফ সিদ্দিকী ) 8750382131 (সঞ্জীব কুমার) পশ্চিমবঙ্গ 8013195615 (সায়নদীপ মিত্র)
9800728191 (মিনাক্ষী মুখার্জী)
অন্ধ্রপ্রদেশ 7780141311 (রামান্না) 9440584064 (সূর্য রাও)9490098544 (রামু)
আসাম 9864124420 (নয়ন ভূঁইয়া)
9476796582(লোকনাথ অধিকারী) 9101374845 (ঋতু)
বিহার 8969911022/7717708449 (শশীভূষন) 8434633502/9931632212 (মনোজ)ছত্তিসগড় 7694098022 (প্রশান্ত)
হরিয়াণা 9518154164 (সন্দীপ)8295543396 ( নরেশ)9050447742 (শাহনওয়াজ)
হিমাচল প্রদেশ 8988406943/9418477114 (বলবীর)9418424279 (চন্দ্রকান্ত) 9418498991 (অনিল)
ঝাড়খন্ড
9386729099 (সুরেশ মুন্ডা)কর্ণাটক
9901099083 (মুনীর)9916356025 (বাসবরাজ পূজার)
কেরালা9895005230 (রহিম)9496083629 (সতীশ)
মধ্যপ্রদেশ 9009340096 (অনিল দোনেরিয়া)
9926231163 (ভূপেন্দ্র গুজ্জর)7804842878 (ত্রিশু)
মহারাষ্ট্র 9892134522 (প্রীতি শেখর)
9272269333 (সুনীল ধানাভা)
9373579189 (অনিল)
উড়িষ্যা9437368084 (যতীন মোহান্তী)
9438368020 (সরোজ নায়ক)
পাঞ্জাব9463291722 (কুলবীন্দর) 9876207741 (গুরুন্দর)
রাজস্থান 9413078803 (যবর সিং রাড়)
9828041633 (জগজিৎ জজ্ঞী)
তামিলনাড়ু 9443454578 (বালাভেলান)
9442382338 (রাজেশ)
তেলেঙ্গানা 9573715656 (বিজয় কুমার)
9515225658 (বিপ্লব কুমার)
ত্রিপুরা 9856679528 (নবারুণ দেব)
উত্তরপ্রদেশ 9454067102 (রাধেশ্যাম) 9415155803 (সত্যবান)9005282200 (গুলাব)
উত্তরাখন্ড 9675839933 (ইউসুফ তিওয়ারী)
8077621188 (রাজেশ্বর)