রমানাথ মাঝি : চিন্তন নিউজ:-১৭ই জুলাই:–কাজের দাবিতে নকল আবেদন পত্র পুরন ও পথসভা পুরুলিয়ার ঝালদায় ১৬/০৭/২০১৯ মঙ্গলবার ঝালদায় ডি ওয়াই এফ আই পুরুলিয়া জেলা কমিটির উদ্যোগে”ভুয়ো চাকরীর ঘোষণা নয়, যোগ্যতা অনুযায়ী সব বেকারের চাই””হয় কাজ দাও, নইলে মাসিক ছয় হাজার টাকা ভাতা দাও।”এই দাবীতে নকল আবেদন পত্র পূরণ ও পথ সভা অনুষ্ঠিত হয়।সভা থেকে দাবী তোলা হয় যে বার বার রাজ্যের সরকার বেকারদের চাকরীর মিথ্যা তথ্য বিভিন্ন সভায় বলেছেন।কখনও আটষট্টি লক্ষ কখনও এক কোটি।তাই এই ফরম পূরণ করে তারা নবান্নে পাঠাতে চায়।সভা চলা কালীন তিনটি টেবিলে ফরম পূরণ চলতে থাকে।সভা থেকে যুব নেতা শতরূপ ঘোষ বলেন মোদী ও মমতা ধর্ম নিয়ে রাজনীতি করছেন,যা কাম্য নয়।তিনি বলেন ধর্ম নিয়ে রাজনীতি বা রাজনীতিতে ধর্মকে ব্যবহার করা উচিত নয়।দেশে তথা রাজ্যে বর্তমানে সাম্প্রদায়ীতার বিষবাষ্প ছড়াচ্ছে টি এম সি এবং বি জে পি।সভা থেকে যুব নেতা হেমন্ত প্রভাকর দাবী করে যুবকদের কর্মসংস্থান প্রশ্নে মোদী মমতা দুইই সমান।তিনি হিন্দি ও বাংলা মিশিয়ে দুই সরকরের তীব্র সমালোচনা করেছেন।এলাকার পরিচিত বাম নেতা নেতা উজ্জ্বল চট্টরাজ জানান ওই প্রোগ্রাম থেকে হাজারের ও বেশী ফরম পূরণ হয়েছে যা জানান দিচ্ছে সরকারের দেওয়া তথ্য মিথ্যা।বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিক ছাঁটাই হচ্ছে এই নিয়ে সমালোচনা করে দীপঙ্কর মাঝি।তিনি স্থানীয় কর্মসংস্থানের দাবীও জানান।সংগঠনের জেলা সম্পাদক জানান ঝালদা থেকে শুরু হলো কর্মসূচি, যা সারা জেলা জুড়ে সংগঠিত হবে।সভার সভাপতিত্ব করে আলমগীর লস্কর।ঝালদা ব্লকের সব অঞ্চলে অঞ্চলে এই কর্মসূচি পালন করা হবে এই ঘোষণার মধ্যে দিয়েই প্রোগ্রারের সমাপ্তি ঘোষণা হয়।।
Related Articles
সেবক–রংপো রেলপথের ৮টি টানেলের কাজ শেষ পর্যায়ে, সরাসরি চিন সীমান্তে পৌঁছবে রেল।।
দীপশুভ্র সান্যাল, জলপাইগুড়ি,চিন্তন নিউজ: ৩ ডিসেম্বর,২০২৩:- পাহাড়ি পথ বেয়ে চীনের সীমান্তে রেল পৌঁছতে মেশিন দিয়ে পাথর খোদাই করতে হয়েছে ভারতীয় রেলকে। উত্তরাখণ্ডে টানেলে ধস নামলেও বাংলায় পাহাড় কেটে এগিয়ে চলেছে রেল প্রকল্প। প্রজেক্ট ডিরেক্টরের দাবি, ২০২৪ সালের ডিসেম্বর মাসের মধ্যেই কাজ সম্পন্ন হতে পারে। সমস্ত সমস্যা অতিক্রম করে এখন সব টানেলেরই কাজ এগিয়ে চলেছে। এই […]
করোনা আতঙ্কে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশিকা জারি করল সরকার।
শৌভিক ব্যানার্জি:চিন্তন নিউজ:১৪ই মার্চ:–করোনার আতঙ্কে গোটা বিশ্ব। বিশ্বস্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে করোনাকে প্যানডেমিক ঘোষণা করেছে। ভারতের বিভিন্ন রাজ্যে স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সরকারি নির্দেশ দেওয়া হয়েছে। আজ করোনা আতঙ্কে সোমবার থেকে ৩১শে মার্চ পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রতিনিয়ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে,তাই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও […]
ফালাকাটায় নবমীতেই বিসর্জন দেওয়া হ’ল দশ বছরের শিশু কন্যাকে!!!
সঞ্জিত দে:চিন্তন নিউজ:৯ইঅক্টোবর:–ফালাকাটা থানার একটি গ্রামের ছোট্ট মেয়ে, বয়স তার ১০বছর ৮মাস মাত্র। এতটুকুই তার জীবনের সময়ের গন্ডি!!নবমীর রাতে নরপিশাচদের দ্বারা ধর্ষিতা হয়ে খুন হয়!মেয়েটির বাবা নিছক দিনমজুরের কাজ করেন। মানসিকভাবে সম্পূর্ণ সুস্থও নন! কি দোষ ছিল মেয়েটার ?একটাই দোষ, সে ‘মেয়ে’! মাত্র দশ বছর বয়সে জীবনদীপ জোর করে নিবিয়ে দেওয়া হ’ল। এরিয়ার ছাত্র-যুব-মহিলার একটা […]