রমানাথ মাঝি : চিন্তন নিউজ:-১৭ই জুলাই:–কাজের দাবিতে নকল আবেদন পত্র পুরন ও পথসভা পুরুলিয়ার ঝালদায় ১৬/০৭/২০১৯ মঙ্গলবার ঝালদায় ডি ওয়াই এফ আই পুরুলিয়া জেলা কমিটির উদ্যোগে”ভুয়ো চাকরীর ঘোষণা নয়, যোগ্যতা অনুযায়ী সব বেকারের চাই””হয় কাজ দাও, নইলে মাসিক ছয় হাজার টাকা ভাতা দাও।”এই দাবীতে নকল আবেদন পত্র পূরণ ও পথ সভা অনুষ্ঠিত হয়।সভা থেকে দাবী তোলা হয় যে বার বার রাজ্যের সরকার বেকারদের চাকরীর মিথ্যা তথ্য বিভিন্ন সভায় বলেছেন।কখনও আটষট্টি লক্ষ কখনও এক কোটি।তাই এই ফরম পূরণ করে তারা নবান্নে পাঠাতে চায়।সভা চলা কালীন তিনটি টেবিলে ফরম পূরণ চলতে থাকে।সভা থেকে যুব নেতা শতরূপ ঘোষ বলেন মোদী ও মমতা ধর্ম নিয়ে রাজনীতি করছেন,যা কাম্য নয়।তিনি বলেন ধর্ম নিয়ে রাজনীতি বা রাজনীতিতে ধর্মকে ব্যবহার করা উচিত নয়।দেশে তথা রাজ্যে বর্তমানে সাম্প্রদায়ীতার বিষবাষ্প ছড়াচ্ছে টি এম সি এবং বি জে পি।সভা থেকে যুব নেতা হেমন্ত প্রভাকর দাবী করে যুবকদের কর্মসংস্থান প্রশ্নে মোদী মমতা দুইই সমান।তিনি হিন্দি ও বাংলা মিশিয়ে দুই সরকরের তীব্র সমালোচনা করেছেন।এলাকার পরিচিত বাম নেতা নেতা উজ্জ্বল চট্টরাজ জানান ওই প্রোগ্রাম থেকে হাজারের ও বেশী ফরম পূরণ হয়েছে যা জানান দিচ্ছে সরকারের দেওয়া তথ্য মিথ্যা।বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিক ছাঁটাই হচ্ছে এই নিয়ে সমালোচনা করে দীপঙ্কর মাঝি।তিনি স্থানীয় কর্মসংস্থানের দাবীও জানান।সংগঠনের জেলা সম্পাদক জানান ঝালদা থেকে শুরু হলো কর্মসূচি, যা সারা জেলা জুড়ে সংগঠিত হবে।সভার সভাপতিত্ব করে আলমগীর লস্কর।ঝালদা ব্লকের সব অঞ্চলে অঞ্চলে এই কর্মসূচি পালন করা হবে এই ঘোষণার মধ্যে দিয়েই প্রোগ্রারের সমাপ্তি ঘোষণা হয়।।
Related Articles
বাঁকুড়া পুর প্রশাসক মন্ডলীর দূর্নীতির বিরুদ্ধে নাগরিক কনভেনশন
কিংশুক ভট্টাচার্য, চিন্তন নিউজ, বাঁকুড়া ৭জুলাই ২০২০: মঙ্গলবার বাম ও গণতান্ত্রিক জোটের আহ্বানে একটি নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। লালবাজারের চার নম্বর ওয়ার্ড এলাকায় অমর ক্লাবের ছাদে আঠারো, ঊনিশ, তেইশ, কুড়ি, চার ও ছয় নম্বর ওয়ার্ড এলাকার বহু নাগরিকের উপস্থিতিতে এই কনভেশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে সভাপতি হিসেবে সভা পরিচালনা করেন সিপিআইএম পূর্ব এরিয়া সম্পাদক তথা জেলা […]
বি- গার্ডেন এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে দুর্ঘটনা। মৃত দুই
তপালগ্না চক্রবর্তী : ভয়ঙ্কর খবর–বি গার্ডেন এরিয়া কমিটির এসআইজি কোয়ার্টারের সামনে মারাত্মক দুর্ঘটনা। ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে আছে অনেক দিন ধরে। আজ বৃষ্টি ও বানের জলে পুরো এলাকা জলমগ্ন হয়ে পড়ে । জলে বিদ্যুতের তার পড়ে থাকায় ,জল বিদ্যুতায়িত হয়ে পড়ে। অজান্তেই পথ চলতি দুই জন যুবক জলে পা দিতেই তৎক্ষনাৎ মারা যায় । এখন […]
শিক্ষক আন্দোলনের কাছে মাথা নোয়াতে বাধ্য হ’লেন রাজ্য সরকার।
মীরা দাস:চিন্তন নিউজ:১৯শে জুন:-শিক্ষকদের অদম্য জেদ ও লড়াইয়ের কাছে মাথা নোয়ালো সরকার। টানা সাতদিন রাস্তায় বসে ,সরকার কে ঝুঁকতে বাধ্য করালেন এস এস কে এবং এম এস কে শিক্ষক রা।মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী আন্দোলনের চাপে শিক্ষকদের অবস্থান মঞ্চে আসতে বাধ্য হন এবং ১৫ দিন সময় চেয়ে নিয়ে বলেছেন ,মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ,১৫ দিনের মধ্যে […]