রাজ্য

হাইকোর্টের নির্দেশে বন্ধ মেট্রোর কাজ,দায় কার ??দূর্ভোগে মানুষ।


চৈতালী নন্দী:চিন্তন নিউজ:৫ই সেপ্টেম্বর:–মেট্রোর দূর্গতিতে চরম ক্ষোভ, হাইকোর্টের নির্দেশে কাজ বন্ধ…দায় কার??
গত তিনদিন ধরে ১৪ নম্বর দূর্গা পিথুরি লেনের বাসিন্দারা নিজেদের বাড়ির ভগ্নস্তুপে ঢোকার ব‍্যার্থ চেষ্টা চালাচ্ছেন।কিন্তু পুলিশি বাধায় তা কোনো মতেই সম্ভব হচ্ছে না।সর্বস্ব খুইয়ে এই গৃহহীন মানুষ গুলো উদভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছেন এ দরজা থেকে ও দরজায়।কিন্তু সমাধান এর রাস্তা সবারই অজানা।বহু ক্ষেত্রের মতোই সরকার শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে তাদের দায় সেরেছেন।
এমত অবস্থায় ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের ধর্মতলা থেকে শিয়ালদহ পর্যন্ত প্রকল্পের কাজ অনির্দিষ্টকালের জন‍্যে বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।বউবাজার এলাকায় মেট্রো প্রকল্পের কাজে বড়সড় বিপর্যয়ই  এই কাজ বন্ধের কারণ।আদালত নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কাজ আর শুরু করা যাবেনা।
যখন প্রথম লটের মেট্রো প্রকল্পের কাজ কলকাতায় শুরু হয়েছিল তখন ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অনেক বেশি।জনজীবন ও বিপর্যস্ত হয়ছিল।কিন্তু তার জন‍্যে দায়ী ছিল মেট্রো কর্তৃপক্ষের কিছু টা অনভিজ্ঞতা ,যদিও এই ধরণের বড় প্রোজেক্টে এই রকম ক্ষয়ক্ষতি হতেই পারে।তবুও এর দায় মেট্রো কর্তৃপক্ষ ঝেড়ে ফেলতে পারে না।
কিন্তু আমাদের আসল কারণে পৌঁছনোর জন‍্যে একটু পিছিয়ে যেতে হবে।মেট্রোর নকশার মূল পরিকল্পিত পথের পরিবর্তনে মেট্রোকে বাধ‍্য করা হয়েছিল।যেখানে শিয়ালদহ থেকে বৌবাজার স্ট্রীট ধরে মেট্রোর সরাসরি মহাকরনে পৌঁছনোর কথা ছিল সেখানে বিরোধী রাজনৈতিক প্রতিরোধে ছক ভেঙে তাকে ঘুরপথে যেতে বাধ‍্য করা হয়ছিল।আজকের এই বিপর্যয়ের ফল হচ্ছে সেদিনের সেই চাপের কাছে নতি স্বীকার করা।ঐ জায়গায় মাটির চরিত্র অত‍্যন্ত জটিল।কলকাতার উপকন্ঠে হওয়ার দরুন ওখানে যে ধরনের মানুষ জনের বাস তাতে তাদের বাড়িগুলো ততো শক্তোপোক্তো ছিল না।তার উপর এলাকা টা দুটি খালের সংযোগ স্থল।কিন্তু এই ঘুরপথে যাওয়ার দরুন নির্মাণ আরও কঠিন হয়ে পড়ে।এই অঞ্চলে মাটির নীচে টানেল তৈরী যথেষ্ট ঝুঁকির,তার উপর ঐধরনের বিভৎস বাঁক এই ঝুঁকিকে বাড়িয়ে দিয়েছে সহস্র গুন।ভূগর্ভস্থ জলের তোড়ে ভেসে যাচ্ছে টানেল।যা কিছু তেই বন্ধ করা যাচ্ছে না।যদিও উদয়াস্ত পরিশ্রম করে যাচ্ছেন কর্মী গন।
এর দায় এড়াতে পারে না তারা, যাদের অন‍্যায় রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করতে হয়ছিল মেট্রো কর্তৃপক্ষ কে।এছাড়া মেট্রো কর্তৃপক্ষ নিজেও এই দায় এড়াতে পারে না।যেমন অন‍্যায় রাজনৈতিক স্বার্থে জনস্বার্থকে জলাঞ্জলি দিতে দিতে হয়েছিল সিঙ্গুর সহ রাজ‍্যের মানুষ কে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।