রাজ্য

“দুয়ারে সরকার” হাস্যকর — সূর্যকান্ত মিশ্র


রণদীপ মিত্র: চিন্তন নিউজ:১ লা ডিসেম্বর,২০২০– পশ্চিমবঙ্গ সরকারের নতুন কর্মসূচি “দুয়ারে সরকার ” আজ থেকে শুরু হ’ল রাজ্যে। সিউড়িতে দলের এক সাংগঠনিক সভায় যোগ দিতে এসে সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক সূর্য মিশ্র বলেলেন সরকারের এই নতুন কর্মসূচি প্রসঙ্গে, “সরকার দুয়ারে পৌছাবে কি! যে সরকার করোনার সময়ে সামান্য স্যানিটাইজার, সাবান, মাস্ক,সচেতনতার জন্য হ্যান্ডবিল, খাবারটুকুও পৌছাতে পারে নি, তাদের “দুয়ারে সরকার” হাস্যকর। এইগুলি নিয়ে দুয়ারে কে বা কারায় পৌছিয়েছিলো তা মানুষ জানে। আমফানের পর সরকার কোথায় ছিলো? এখন ভোটের জন্য সরকার এইসব করছে। একজনকে উত্তরপ্রদেশ থেকে এনেছে, একজনকে বিহার থেকে এনেছে। ভোট কুশলী না কি বলে, তাদের কথায় কি সব করছে। এত বছর কোথায় ছিলো সরকার?

এখন আবার নতুন করে পঞ্চায়েত পৌরসভার কথা মনে পড়েছে রাজ্য সরকারের। পঞ্চায়েত, পৌরসভা বলে কিছু আছে নাকি আর এ রাজ্যে! সব তো উঠে গেছে। এখন ৫ বছর পেরিয়ে গেলেও ভোট হয় না। সব দখল করে চলছে। তিনি আর‌ও বলেন মানুষকে ভোট কেন্দ্রের দরজায় যারা যেতে দেয় না তাদের এখন হঠাৎ করে “দুয়ারে সরকার” কর্মসূচি কেন মানুষ বুঝে গেছে।”


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।