চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত : ১ লা ডিসেম্বর,২০২০ – কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী আইন বাতিলের দাবিতে দিল্লীতে কৃষকদের আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে আজ বর্ধমান শহর ১ ও ২ নম্বর এরিয়া কমিটির উদ্যোগে বীরহাটা পার্বতী শাখার মাঠ থেকে পুলিশ লাইন বাজার পর্যন্ত এক সংহতি মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে নেতৃত্ব দেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আভাস রায়চৌধুরী, পূর্ব বর্ধমান জেলা সম্পাদক কমরেড অচিন্ত্য মল্লিক, রাজ্য কমিটির সদস্য তথা সারা ভারত কৃষক সভার পূর্ব বর্ধমান জেলা সম্পাদক কমরেড সৈয়দ হোসেন , পূর্ব বর্ধমান জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড তাপস সরকার ও কমরেড অপূর্ব চ্যাট্টার্জী, কমরেড নজরুল ইসলাম, কমরেড দীপঙ্কর দে সহ অন্যান্য নেতৃত্ব ও অসংখ্য কর্মীবৃন্দ কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আজকের মিছিলের পথচলতি সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
কাটোয়ায় মশাল মিছিল হয় এবং মিছিল শেষে স্টেশন বাজার চৌরাস্তায় পথসভা হয়।