জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১২ মার্চ, ২০২৩ – আগামী পঞ্চায়েত নির্বাচন ও আমাদের কর্তব্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বর্ধমান মহিলা কর্মী সভায়। আলোচনায় অংশগ্রহণ করেন জেলা সম্পাদক সৈয়দ হোসেন এবং অঞ্জু কর।

বিজয়রাম, বর্ধমান সদর – বর্ধমান জেলা রাইস মিল ওয়ার্কার্স ইউনিয়নের (সিটু) নবম জেলা সম্মেলন হলো পরেশ সাঁতরা নগর ও নূর মহম্মদ ও নেপাল কুন্ডু মঞ্চ, বিজয়রাম শ্রমিক ভবনে সম্মেলননের উদ্বোধন করেন সিটুর পূর্ব বর্ধমান জেলা সাধারণ সম্পাদক তাপস চট্টোপাধ্যায়। সম্মেলনে মোট ১৩৫ জন প্রতিনিধি (শ্রমিক ৭৮ জন) উপস্থিত ছিলেন, জেলার ১৬টি এরিয়া কমিটি থেকে ১৬ জন আলোচনা করেন।
বক্তব্য রাখেন সিটুর রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য সুকান্ত কোনার, এ ছাড়াও উপস্থিত ছিলেন সিটু পূর্ব বর্ধমান জেলা সভাপতি নজরুল ইসলাম।
সম্মেলন থেকে ৪৭ জনের কমিটি নির্বাচিত হয় যার সভাপতি তুষার মজুমদার, সম্পাদক অশোক ঘোষ ও কোষাধ্যক্ষ বিপ্লব মজুমদার।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।