রাজ্য

হুগলী, কো্ন্নগরের প্রান্তিক ব্যবসায়ীদের পাশে ডিওয়াইএফ‌আই


জ্যোতি কৃষ্ণ চট্টোপাধ্যায়:চিন্তন নিউজ:২৭শে মার্চ:-ওঁরা ক্ষুদ্র ব্যবসায়ী। ওঁদের বেড়োতেই হচ্ছে। রাত দুটো-আড়াইটায় বেড়িয়ে শেওড়াফুলি হাট থেকে সব্জি বা হাওড়া – শ্রীরামপুর থেকে মাছ এনে ওঁরা বিক্রি করছেন। কেউবা রাত জাগছেন হাওড়া প্ল্যাটফর্মে। নিয়ে আসছেন সংবাদপত্র। ওঁদের জন্যই সাধারণ ঘরবন্দি মানুষের জীবন এখনো রসদহীন বিভীষিকা হয়ে ওঠেনি।

কিন্তু ঘন্টায় ঘন্টায় অন্তত কুড়ি সেকেন্ড খরচ করে সাবান দিয়ে হাত ধোয়ার সুযোগ ওদের নেই। সংক্রামিত হবার আশঙ্কা ওদেরই সবচেয়ে বেশি। তাই আজ ডিওয়াইএফ‌আই কোতরং – হিন্দমোটর এরিয়া কমিটি, ৭ নং ওয়ার্ড শাখার কমরেডরা পৌঁছে গেলেন ওদের কাছে।

গতকাল নিজেদের উদ্যোগে, নিজেদের এবং ঘনিষ্ঠ দরদী-সমর্থকদের আর্থিক সহায়তায় বানানো স্যানিটাইজার তুলে দেওয়া হলো এই ক্ষুদ্র ব্যবসায়ী বন্ধুদের হাতে। ওঁদের সচেতন করা হলো। ধন্যবাদ জানানো হলো। ওরা কৃতজ্ঞতা জানিয়েছেন। এলাকার পরিচিত ডাক্তারবাবু মুক্তকণ্ঠে সাধুবাদ জানিয়েছেন – আর্থিক সাহায্য দিয়েছেন। এলাকার যুব কর্মীরা উৎসাহিত। ৭শতাংশ হয়েও বামেদের ছাত্রযুব আছে মানুষের পাশে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।