সঞ্জিত রায়:চিন্তন নিউজ: ৩০শে মে:- পতাকা উত্তোলন, রক্তদান ইত্যাদির মাধ্যমে বার্ণপুরে সিআইটিইউ-র প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হল।বার্ণপুরেরে পুরানহাটে সিআইটিইউ-দপ্তরের সামনে পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হয়।পতাকা উত্তোলন করেন শ্রমিক নেতা বিমল দত্ত। পরে বার্ণপুর হাসপাতালে রক্তদান কর্মসূচি পালিত হয়। ১৬ জন রক্তদাতা রক্তদান করেন। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি রক্তদাতাদের পুষ্টিকর খাবার দেবার ব্যবস্থা করেন।
“দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য মজবুত হোক, প্রসারিত হোক শ্রেণী ঐক্য” এই আদর্শ কে সামনে রেখে, সি আই টি ইউ এর পঞ্চাশ বছর উপলক্ষে সি.আই.টি ইউ বার্নপুর সমন্বয় কমিটির উদ্যোগে এ.বি.টি.এ এর সহযোগিতায় দোকান কর্মচারি,মুটিয়া মজদুর, মিনিবাসের কর্মচারি,নির্মান কর্মী, মিড ডে মিল কর্মী, হকারস্, ইঁট ভাটা কর্মীদের মধ্যে ১৬৫জনকে কিছু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী (চাল,ডাল,সাবান,মাস্ক,সরষের তেল, আলু, আটা, সয়াবিন, পেয়াজ) তুলে দেওয়া হল।উপস্থিত ছিলেন সিআইটিইউ (C.I.T.U) জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী,এবিটিএ (A.B.T.A) জেলা সম্পাদক অমিতদ্যুতিঘোষ, অনিন্দ্য দাস, অমিতাভ মুখার্জি, বিধান রায়,ধর্মদাস মাজি সহ সাআইটিইউ নেতৃত্বগন এ বি কে মেটাল (ABK METAL) এর পক্ষ থেকে প্রতিক গুপ্ত, সৌরেন চ্যাটার্জি, ইউ সি ডব্লিউ(U.C.W) ইউনিয়নের পার্থ সেনগুপ্ত, এবং ডিওয়াইএফআই (D.Y.F.I) নেতৃত্ব ।
অপরদিকে আজ সি.আই.টি.ইউ প্রতিষ্ঠার ৫০ বছর উপলক্ষে বার্ণপুর ইউ সি ডব্লিউ ইউনিয়নের উদ্যোগে ১১০ জন সাফাই কর্মীদের মাস্ক ও সাবান বিলি করা হল।।