রম্যনাথ মাঝি: চিন্তন নিউজ:১৫ই ডিসেম্বর:–১৪ই ডিসেম্বর দুর্গাপুর কার্লমার্কস ভবনে আদিবাসী ছাত্রসমাজ ও ভারতের ছাত্রফেডারেশনের যৌথ উদ্যোগে একটি কনভেনশন অনুষ্ঠিত হয়।আদিবাসী সমাজের প্রতি সরকারি বঞ্চনা, আইনী শিথিলতা আদিবাসী সমাজকে অনেক সমস্যার সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

প্রসঙ্গত দেশে ,রাজ্যে সর্বত্র আদিবাসী ছাত্রছাত্রীরা আক্রমণের সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। প্রশাসনিক বা আইনী সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে।কেন্দ্র ও রাজ্যসরকার সবার মুখে আদিবাসী উন্নয়ন নিয়ে গালভরা প্রতিশ্রুতি। সবকা সাথ,সবকা বিকাশ এক প্রহসন। সবজায়গায় ফর্মে কাস্ট সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক করা হচ্ছে, এবং এই কাস্ট সার্টিফিকেট বার করতে হিমশিম খেতে হচ্ছে। হোস্টেল কাঠামো ভেঙে পড়েছে। সেগুলি সারানোর রাজ্লেযসরকারের কোনো উদ্যোগ নেই।

হোস্টেল অ্যাকোমোডেশন না থাকায় ছাত্রছাত্রীদের পড়াশোনার আগ্রহ কমছে। দূর থেকে যাতায়াতের অসুবিধা। স্কুলছুট ছাত্রীদের অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য হচ্ছে পরিবার। এমনকি মেয়েরা পাচার হয়ে যাচ্ছে অর্থাভাবে এবং আইনী পরিষেবার অভাবে। ছেলেদের কর্মহীনতা ভুলপথে চালিত করছে। সরকারের কথা ছিল আদিবাসী ছাত্রছাত্রীদের অলচিকি হরফে ও সাঁওতালি ভাষায় বই প্রদান করা হবে ।সেসব কথা কখনও পূরণ হয়নি। দেশে এত নারী ধর্ষণ হচ্ছে, তার বেশিরভাগই আদিবাসী। কিন্তু প্রশাসনিক সহায়তা না থাকায় এগুলো জনসমক্ষে আসে না। দিনের পর দিন নির্বিচারে অত্যাচারিত, অবহেলিত আদিবাসী সমাজ।

এইসব বিভিন্ন কারণে জেলায় জেলায় আদিবাসী ছাত্রসমাজ কনভেনশনের কর্মসূচি গ্রহণ করেছে।১৪ই ডিসেম্বর দুর্গাপুর কার্লমার্কস ভবনে আদিবাসী ছাত্রসমাজ ও ভারতের ছাত্রফেডারেশনের যৌথ উদ্যোগে একটি কনভেনশন হয়। এই কনভেনশনের দাবিগুলো নিম্নরূপ:-
১)অবিলম্বে আদিবাসী হোস্টেলগুলি পুণর্সংস্কার করে চালু করতে হবে।
২)হোস্টেল গুলিতে প্রয়োজনীয় সমস্ত পরিষেবা চালু করতে হবে।
৩) কাস্ট সার্টিফিকেট আবেদন করার প্রক্রিয়া সহজ করতে হবে।
৪)স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয়ে অলচিকি হরফের বই ও সাঁওতালি ভাষায় পঠনপাঠনের ব্যবস্থা করতে হবে।
৫)বিশ্ববিদ্যালয়গুলিতে এসটি সেল তৈরি করতে হবে।
৬)বন্ধ চা বাগান গুলিতে রবিবারেও মিড ডে মিলের ব্যবস্থা রাখতে হবে।
৭)আদিবাসী ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
৮) সাঁওতালি ভাষায় পড়াশোনা করানোর জন্য শিক্ষক নিয়োগ করতে হবে।
৯) পর্যাপ্ত প্লেসমেন্টের ব্যবস্থা রাখতে হবে।
১০)সবরকম সামাজিক শোষণ বন্ধ করতে হবে।

