বিদেশ

ভোটের টানে ট্রাম্প হিউস্টনে


মীরা দাস, চিন্তন নিউজ, ২৫ সেপ্টেম্বর: রবিবার হিউস্টনে ”হাইডি মোদী”র সমাবেশে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ছিলেন। প্রথম দফায় গিয়েছিলেন ম্যাডিসন স্কোয়ার, সান জোনস। বিশ্বের দুই প্রাচীনতম ও বৃহত্তম গণতন্ত্রের “স্ট্র্যাটেজিক পার্টনারশিপ” বোঝাতেই দুজন এক মঞ্চে থাকছেন।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ভারতীয় বংশোদ্ভুত মার্কিন নাগরিকদের সমাবেশে স্বাগত জানান শহরের মেয়র সিলভাস্টার টার্নার। ট্রেড ক্রুজ মার্কিন সেনেটের সদস্য।ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সময়ের একঘন্টা দেরিতে পৌছান সভামঞ্চে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তাঁকে স্বাগত জানান এবং একে অপরকে আলিঙ্গন করেন। হিউস্টনের সভা মঞ্চ ছিল ভিড়ে ঠাসা।

মার্কিন ইংরাজীতে ‘হাইডি’ মানে ”হাউ ডু ইউ ডু”। হিউস্টনে সমাবেশের পর সোমবার নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারন পরিষদের বৈঠকে যোগ দেবেন মোদী। মঙ্গলবার দ্বিপাক্ষিক বৈঠক হবে দুজনের। সমাবেশের আগে কাশ্মীরী পন্ডিতদের সাথে কথা বলেছেন এবং অবরুদ্ধ উপত্যকা সম্বন্ধে শুনিয়েছেন যে ”কাশ্মীর মে আভি নয়া হাভা বহে রহি হ্যায়।”


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।