কিংশুক ভট্টাচার্য: চিন্তন নিউজ:২৫শে জুলাই:- পাকিস্তানে বর্তমান মহামারী ও বিশ্বজুড়ে ব্যবসা সঙ্কটের বিশেষ পরিস্থিতিতে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই শ্রমজীবী জনগণকে ক্রমাগত প্রবল ভাবে আক্রান্ত হ’তে দেখা যাচ্ছে। উল্লেখযোগ্য পাকিস্তানের ইদানিং কালের আক্রমণ নেমে এসেছে ন্যাশনাল ট্যুরিজম কোঅর্ডিনেশন বোর্ডের পক্ষ থেকে। এই বোর্ড পাকিস্তান ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশন এর নিয়ন্ত্রক। অতি সম্প্রতি এনটিসিবি এক বিজ্ঞপ্তিজারি করে ঐ ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশনের চারশত পঞ্চাশ জন কর্মীকে ছাঁটাই করেছে। এনটিসিবির এই সিদ্ধান্ত ভীষণভাবেই অনভিপ্রেত।তাদের এই সিদ্ধান্তের কারনে কয়েকশত চাকুরীচ্যূত কর্মচারীর আয়ের উপর নির্ভরশীল তাঁদের পরিবার দারিদ্র ও অনিশ্চয়তার মধ্যে পড়ল। লকডাউন চলাকালীন সময় কাজ থেকে ছাঁটাই, শ্রমিকদের অর্জিত অধিকার হরন, সুযোগ সুবিধার কাটছাঁট, বেতন বন্ধ হওয়া সহ মালিক/নিয়োগকারিদের স্বেচ্ছাচারিতার শিকার হচ্ছেন যে বিশাল অংশের শ্রমজীবী জনগণ এই সিদ্ধান্ত সেই তালিকাকে আরও দীর্ঘ করেছে।
এটা অত্যন্ত দুঃখের আরও এইজন্য যে এই মহামারীর সময়ে সবচেয়ে ক্ষতির মুখে তাঁরাই পরছেন যাঁরা এই সময়ের সবচেয়ে বেশী বোঝা টেনে চলেছেন। এঁরাই জীবনের ঝুঁকি নিয়ে গোটা দেশজুড়ে অত্যাবশ্যকীয় পণ্য উৎপাদন ও সরবরাহের চাহিদা পূরনের দায়িত্ব পালনের সাথে সাথে সব ধরনের পরিষেবা চালু রাখতে উদ্যোগী হয়েছেন এনটিসিবির এই সিদ্ধান্তে আরও একবার তাঁদেরই কর্মচ্যুতির মতো পাশবিক নৃশংসতার শিকার হতে হলো।
শুক্রবার বিশ্বের পাঁচ মহাদেশের একশত তিরিশটি দেশের প্রায় সারে দশকোটি শ্রমজীবিদের প্রতিনিধিত্বকারি সংগঠন ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন এক বিবৃতি জারি করে পকিস্তানের ন্যাশনাল ট্যুরিজম কোঅর্ডিনেশন বোর্ডের এই চারশত পঞ্চাশ কর্মী ছাঁটাইয়ের তীব্র বিরোধীতা করেছে। সংগঠনের সেক্রেটারিয়েটের পক্ষে এক বিবৃতি জারি করে অবিলম্বে এই ছাঁটাই করার সিদ্ধান্ত প্রত্যাহারের ও কর্মচারীদের কাজের অধিকার ও সুবিধার প্রতি যথাযথ মর্যাদার দাবী করেছে। তারা আরো দাবী করেছেন এই অতিমারি জনিত বিপর্যয় গ্রস্থ সমস্ত শ্রমজীবীদের কাজের নিরাপত্তার ব্যবস্থা সহ যথাযথ আয়ের নিশ্চয়তার প্রশ্নে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করতে হবে।