রাজ্য

জনস্বার্থে অবিরাম কাজ করে চলেছে পি.আর.সি.


সুপর্ণা রায়, চিন্তন নিউজ, ২৪ সেপ্টেম্বর: মানুষের স্বার্থে, মানুষের জন্য অবিরাম কাজ করছে পিপিলস রিলিফ কমিটি। যে সময়ের মধ্যে দিয়ে দেশবাসী চলেছে তা অতীতে কখনো দেখা যায় নি। পরিস্থিতি ভয়াবহ, সমানে সাধারন মানুষের মগজ ধোলাই চলছে। ৭৬তম বার্ষিক সভায় একথা বলেন কমঃ বিমান বসু।

টালিগঞ্জের কাছে একটি বৃদ্ধাবাস কিছুদিনের মধ্যে চালু করতে চলেছে পি.আর.সি। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা কমঃ নন্দিনী মুখার্জী। তিনি বলেন কোন জনহিতকর কাজে নিজেকে যুক্ত রাখাটাই সবচেয়ে বড় কথা। বহুদিন ধরে পি.আর.সি. এই কাজ করে আসছে।

৭০ বছর আগে রাষ্ট্রপুঞ্জ বলেছিল প্রতিটি মানুষের সুস্থ ভাবে বাঁচার অধিকার আছে। স্বাধীনতার ৭০ বছর পরও অপুষ্টিতে শিশুমৃত্যু ঘটছে। মিড-ডে মিল নিয়ে সংসদে লড়াই শুরু করেছিলেন বাম সাংসদরা। আর এখন বহু রাজ্যে নুন-ভাত, মুড়ি-চানাচুর, নুন-রুটি মিড-ডে মিল বলে চালানো হচ্ছে। অথচ মানুষের করের টাকা থেকে ক্লাবগুলোকে এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হচ্ছে, পুজোকমিটি গুলোকে সরকারি অনুদান দেওয়া হচ্ছে। অথচ শিশুদের ন্যায্য অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে।

পিপলস রিফিল কমিটির সাধারন সম্পাদক শ্যামল পাজা সাধারন সম্পাদকের প্রতিবেদন পেশ করেন। তিনি বলেন নাকতলার বিধানপল্লিতে বৃদ্ধাবাস তৈরী করা হচ্ছে, এখানে ক্লিনিক খোলা হবে। শিশুদের কম পয়সাতে চিকিৎসা এবং নানারকম পরীক্ষা করা হবে। পি.আর.সি এমন একটা সংস্থা যা “না লাভ না ক্ষতি” এই ভিত্তিতে চলে। ২০১৮-১৯ সালে পি.আর.সি.-র সদস্য সংখ্যা ১৩৯ জন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।