রাজ্য

ডিওয়াই‌এফ‌আই এর উদ্যোগে উৎসবের দিনে দুঃস্থ মানুষদেরকে বস্ত্র বিতরণ


চিন্তন নিউজ:১১ই অক্টোবর:– সংবাদদাতা রাহুল চ্যাটার্জি:– রামপুরহাট শহরের দুঃস্থ মানুষদের জন্য পুজোর উপহার হিসেবে বস্ত্র বিতরণ করলো ডিওয়াইএফআই রামপুরহাট ১ পূর্ব লোকাল কমিটি। শারদ উৎসবে যাদের নতুন পোশাক কেনার সামর্থ নেই সেই সকল মানুষদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন ডিওয়াইএফআই বীরভূম জেলা সম্পাদক বর্তমানে গণআন্দোলনের নেতা দীপঙ্কর চক্রবর্তী। তিনি বলেন কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির কারনে মানুষের হাতে রোজগার নেই। মানুষ অসহায় হয়ে পড়ছে। মেহনতি মানুষের লড়াইয়ে বামপন্থীরা সামনের সারিতে থেকেই নেতৃত্ব দেবে। শারদ উৎসবের সময় অসহায় মানুষদের বস্ত্র বিতরণের জন্য ডিওয়াইএফআই কে তিনি অভিনন্দন জানান। উপস্থিত ছিলেন প্রাক্তন যুবনেতা পলাশ রায়, পার্থ গুহ, শাহজাদা আলম, সংগঠনের বীরভূম জেলা সভাপতি অমিতাভ সিং, আফতাব হোসেন, বাবু বায়েন প্রমুখ।

সংবাদদাতা সরোজ দাস জানিয়েছেন– শারদীয়া উৎসব আপামর বাঙালির প্রাণের উৎসব। বামপন্থী কর্মীরা দায়বদ্ধ এই উৎসবকে সর্বজনীন রূপ দিতে। সবার মুখে হাসি ফুটুক, আনন্দের রোশনাই পৌঁছে যাক সামাজিকভাবে বঞ্চিত শিশুদের দুয়ারে। DYFI কর্মী শুচিস্মিতার স্মরণে বালী-জগাছা উত্তর আঞ্চলিক কমিটি ও শুচিস্মিতার পরিবারের উদ্যোগে এলাকার ১০০ জন কচিকাঁচার হাতে তুলে দেওয়া হল নতুন পোশাক। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদকমন্ডলীর অন্যতম সদস্য ও পত্রিকা সম্পাদক কলতান দাশগুপ্ত, হাওড়া জেলার সভাপতি সুভাষ দে, জেলার পত্রিকা সম্পাদক মইনুল হালদার এবং জেলার সম্পাদকমন্ডলীর সদস্য সোমনাথ গৌতম ও অন্যান্য নেতৃবৃন্দ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।