জেলা রাজ্য

সিপিআই(এম) সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে


মিঠুন ভট্টাচার্য্য:চিন্তন নিঊজ:৩রা জুন:-একদিকে করোনা নামক বিশ্বব্যাপী ভয়ঙ্কর পরিস্থিতি, অন্যদিকে লকডাউন এর সাঁড়াশি আক্রমণ। তার মধ্যেই আমেরিকায় বর্ণবিদ্বেষ নিয়ে পৃথিবী তোলপাড় কিন্তু তার মাঝখান থেকেও ইতিবাচক ভাবে নিঃশব্দে কাজ করে চলেছে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী ) শিলিগুড়ি তিন নং এরিয়া কমিটি , করোনা এবং লকডাউন নামক সাঁড়াশি আক্রমণের মাঝখানে যখন সাধারন মানুষের নাভিশ্বাস প্রচুর মানুষের অন্নসংস্থানের ঠিকমতো ব্যবস্থা নেই ঠিক সেই সময় থেকে সিপিআইএম শিলিগুড়ি ৩ নং এরিয়া কমিটির পক্ষ থেকে দুঃস্থ অসহায় নিরন্ন মানুষকে খাদ্য তুলে দেওয়ার প্রক্রিয়া জারি আছে যার অঙ্গ হিসেবে আজ সিপিআইএমের ছাত্র-যুব এবং মহিলা সংগঠন যথা ” এসএফআই ” – “ডিওয়াইএফআই ” এবং গণতান্ত্রিক মহিলা সমিতি র পক্ষ থেকে ডিআই ফান্ড মার্কেট এলাকার প্রায় ১৫০ জন মানুষকে ডিমের ঝোল ভাত খাওয়ানোর কর্মসূচি গৃহীত হয়।

এই খাবার হাতে পেয়ে দূর-দূরান্ত থেকে শিলিগুড়ি শহরে পেটের দায়ে আসা সবজি বিক্রেতা চিনু বালা রায়, ফুলবাড়ি এলাকার রিকশাচালক মোহাম্মদ ইসমাইলরা জানিয়েছেন এই দুঃসময়ে যখন অনেক নেতা বা বড় বড় মানুষেরা পাশে দাঁড়ায়নি, ঠিক সেই সময় সিপিআই(এম) পার্টি যেভাবে তাদের খাদ্য সংস্থানের ব্যবস্থা করছেন তাকে ধন্যবাদ না জানিয়ে তারা পারছেননা।

সংগঠন সমূহের পক্ষ থেকে জানানো হয়
এই ভাবে মানুষের পাশে থাকার কাজ আগামী দিনেও করে যাওয়া হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।