চিন্তন নিউজ: ১১ই অক্টোবর:– সুরজিৎ সাহা:– আজ ( 11/10/2021) পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সিঁথি-পাইকপাড়া বিজ্ঞান কেন্দ্রের অন্তর্গত সিঁথি বিজ্ঞান সভার পক্ষ থেকে করোনা সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় দীপেন ঘোষ সরণি এবং দমদম রোডের সংযোগস্থলে। এই শিবির থেকে লিফলেট এবং মাস্ক বিলি করা হয় এবং মাইকের সাহায্যে সাধারন মানুষদের মধ্যে সচেতনতার প্রচেষ্টা গ্রহণ করা হয়। এই কর্মসূচিতে সিঁথি বিজ্ঞান সভার সদস্য/ সদস্যাদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনের কলকাতা জেলার সহ সম্পাদক সুরজিৎ সাহা, জেলা কমিটির সদস্য বিকাশ মন্ডল এবং সিঁথি-পাইকপাড়া বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক অলোক মহান্তি।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিধাননগর বিজ্ঞান কেন্দ্রের উদ্দ্যোগে এইচ বি ব্লক এর বুক স্টল

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরেও মানুষকে বিজ্ঞান সচেতন ও বিজ্ঞানমনস্ক করে তোলার লক্ষে ১০ অক্টোবর ২০২১ বিকেল ৪ টায় ব্যান্ডেল কাজিডাঙ্গায় বিজ্ঞানের জনপ্রিয় বই বিক্রয় ও প্রচার কেন্দ্র উদ্বোধন করা হয়। এই কেন্দ্রের উদ্বোধন করেন হুগলী মহসীন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর পুরুষোত্তম প্রামাণিক। এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর অতনু সাহা, আশিস দত্ত সমেত বিজ্ঞান মঞ্চের বিজ্ঞানকর্মী-সংগঠক ও এলাকার বিজ্ঞানমনস্ক মানুষজন। অনুষ্ঠানটি নিয়ে স্থানীয় মানুষজনের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
