মৌসুমী চক্রবর্তী: চিন্তন নিউজ:৭ই ডিসেম্বর:– ভারতীয় গণনাট্য সংঘ পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উদ্যোগে সোশ্যাল মিডিয়ায় সৃজন প্রকাশের কর্মশালা হয়।
আশিষ দেবের প্রারম্ভিক ভাষনে কর্মশালার সূচনা হয়। অম্বরিশ রায় সোশ্যাল মিডিয়া কি,সেই সম্পর্কে বোঝান খুব সুন্দর ভাবে।তপলগ্না চক্রবর্তী বলেন সোশ্যাল মিডিয়া ব্যবহারের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়,পুরুষোত্তম ভট্টাচার্য,সৌম্যদ্যুতি ভৌমিকের গুরুত্বপূর্ণ আলোচনায় কর্মশালা মনোগ্রাহী হয়ে ওঠে। কর্মশালার গুরুত্বপূর্ণ আলোচনা করেন রাজ্য থেকে পীযুষ সরকার ।
অসাধারণ উদাহরণের সাথে গণনাট্য সংঘের কর্মীরা ঠিক কি ভাবে সোশ্যাল মিডিয়ায় তাঁদের সৃজন মানুষের কাছে পৌঁছে দিতে পারবে উচ্চ মানের করে তা বোঝান ।সমগ্র কর্মসূচি এক অনন্য মাত্রা পেয়েছে ।