সন্যাসী হালদার, চিন্তন নিউজ, ৬ ডিসেম্বর : আজ সিপিআইএম ডায়মন্ড হারবার ২ নং এরিয়া কমিটির পক্ষ থেকে সরিষায় মিছিল ও পথসভা সংগঠিত হয় ও দিল্লিতে শহীদ কৃষকদের স্মরণ করা হয় l
দেবরাজ মন্ডল: সিপিআইএম মগরাহাট এরিয়া কমিটির পক্ষে ৮ তারিখ ভারত বন্ধের সমর্থনে আজ মগরাহাটে মিছিল সংগঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দক্ষিণ ২৪ পরগনার জেলা কমিটির সদস্য কমরেড দীপক দাশ ও মগরাহাট এরিয়া কমিটির সম্পাদক কমরেড শুভেন্দু নস্কর।
দেবু রায়: সর্বনাশা কৃষি বিলের বিরুদ্ধে এবং ৮ই ডিসেম্বর সারা ভারত বনধের সমর্থনে আজ পূর্ব যাদবপুর এরিয়া কমিটির উদ্যোগে যাদবপুর ও সন্তোষপুর অঞ্চলে সিপিআইএম-এর বিশাল মিছিল সংগঠিত হয়।
অভিজিৎ দাসগুপ্ত: ৬ ডিসেম্বর ভারতের ইতিহাসে একটি কালো দিন। বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে বিজেপি সংঘ পরিবার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্তৃক স্বাধীনতা সংগ্রামকে কালিমালিপ্ত করার প্রতিবাদে এবং আগামী ৮ ডিসেম্বর দেশব্যাপী ভারত বনধের সমর্থনে আজ সিপিআই(এম) সোনারপুর পশ্চিম এরিয়া কমিটির ডাকে মহামায়াতলা থেকে কারবালার মোড় পর্যন্ত একটি বিশাল মিছিল সংঘটিত হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কমল গাঙ্গুলী।