জেলা

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার খবর


সন্যাসী হালদার, চিন্তন নিউজ, ৬ ডিসেম্বর : আজ সিপিআইএম ডায়মন্ড হারবার ২ নং এরিয়া কমিটির পক্ষ থেকে সরিষায় মিছিল ও পথসভা সংগঠিত হয় ও দিল্লিতে শহীদ কৃষকদের স্মরণ করা হয় l

দেবরাজ মন্ডল: সিপিআইএম মগরাহাট এরিয়া কমিটির পক্ষে ৮ তারিখ ভারত বন্ধের সমর্থনে আজ মগরাহাটে মিছিল সংগঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দক্ষিণ ২৪ পরগনার জেলা কমিটির সদস্য কমরেড দীপক দাশ ও মগরাহাট এরিয়া কমিটির সম্পাদক কমরেড শুভেন্দু নস্কর।

দেবু রায়: সর্বনাশা কৃষি বিলের বিরুদ্ধে এবং ৮ই ডিসেম্বর সারা ভারত বনধের সমর্থনে আজ পূর্ব যাদবপুর এরিয়া কমিটির উদ্যোগে যাদবপুর ও সন্তোষপুর অঞ্চলে সিপিআইএম-এর বিশাল মিছিল সংগঠিত হয়।

অভিজিৎ দাসগুপ্ত: ৬ ডিসেম্বর ভারতের ইতিহাসে একটি কালো দিন। বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে বিজেপি সংঘ পরিবার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্তৃক স্বাধীনতা সংগ্রামকে কালিমালিপ্ত করার প্রতিবাদে এবং আগামী ৮ ডিসেম্বর দেশব্যাপী ভারত বনধের সমর্থনে আজ সিপিআই(এম) সোনারপুর পশ্চিম এরিয়া কমিটির ডাকে মহামায়াতলা থেকে কারবালার মোড় পর্যন্ত একটি বিশাল মিছিল সংঘটিত হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কমল গাঙ্গুলী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।