চিন্তন নিউজ:-৮ই নভেম্বর:- সোনারপুর উত্তর থেকে ডালিয়া চ্যাটার্জী জান্নাছেন গতকাল সন্ধ্যা ছয় টা নাগাদ সোনারপুর উত্তর এরিয়া কমিটির উদ্যোগে অনুকূল চন্দ্র হাই স্কুলে ২৬ শে নভেম্বর এর বনধকে কেন্দ্র করে এক কনভেনশন অনুষ্টিত হয়! এই কনভেনশনে বক্তব্য রাখেন জেলা সম্পাদক শমীক লাহিড়ী ও অন্যান্য নেতৃত্ব l
মহেশতলা থেকে চন্দনা বাগচী জানাচ্ছেন মহান নভেম্বর বিপ্লব জিন্দাবাদ।আজ বাটা মহেশতলা সিপিআই(এম) এরিয়া কমিটির মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলে ব্যাপক সংখ্যায় মানুষ অংশগ্রহণ করেন l মিছিল শেষে নেতৃত্বরা নভেম্বর বিপ্লব এর প্রাসঙ্গিতা তুলে ধরেন l