পম্পা নন্দী, চিন্তন নিউজ, ২৪ জুন: ৭ মাসের মধ্যে ফের ধাক্কা খেল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।
কার্যকালের মেয়াদ থাকা সত্ত্বেও ডেপুটি গভর্নর মি: বিরল আচার্য ইস্তফা দিলেন।
২০১৭ সালের ২৩শে জানুয়ারী রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর পদে যোগ দিয়েছিলেন মি: বিরল আচার্য; কিন্তু মেয়াদ শেষ হবার ছ মাস আগেই ইস্তফা দিলেন তিনি। আর. বি. আই এর গভর্নর শক্তিকান্ত দাসের সঙ্গে মি: আচার্যের বিগত কয়েকমাস ধরে মতবিরোধ চলছিল।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক নিয়ন্ত্রণে যথেষ্ট ক্ষমতা আর. বি. আই কে না দেওয়ায় প্রাক্তন গভর্নর মি: উর্জিত প্যাটেল কেন্দ্রকে কটাক্ষ করেন। শীর্ষ ব্যাঙ্ককে স্বাধীনতা দেবার পক্ষে মি: উর্জিতের পাশে দাঁড়িয়ে মি: আচার্যও কেন্দ্রকে কটাক্ষ করেন। ২০১৮ সালের ডিসেম্বরে আর. বি. আই এর গভর্নর মি: প্যাটেল ইস্তফা দেন। এবার মি: বিরল আচার্যও সেই পথেই হাঁটলেন।