জেলা রাজ্য

নয় দফা দাবীতে আজ হাওড়ার সাঁকরাইল বিডিও অফিসে, সি পি আই (এম) পার্টির উদ্যোগে ডেপুটেশন কর্মসূচী



দুরন্ত দে: চিন্তন নিউজ:১৯শে জুন:- আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের নতুন তালিকা তৈরী, আয়কর দেয় না এরকম পরিবার কে ছয় মাস ১০ কেজি করে বিনা মূল্যে রেশনে খাদ্য দেওয়া, আয়কর দেয় না এইরকম পরিবারকে ছয় মাস ৭৫০০ টাকা মাসিক ভাতা দেওয়া, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট এ্যাক্ট (M.G.N.R.E.G)এর কাজ বছরে ১০০ দিনের পরিবর্তে ২০০ দিন করা, হু'(WHO) এর স্বাস্থ্য বিধি মেনে কোয়ারান্টিন সেন্টার এবং সেখানে পর্যাপ্ত খাদ্য ও পানীয় জলের ব্যবস্থা করা সহ নয় দফা দাবীতে আজ হাওড়ার সাঁকরাইল বিডিও অফিসে, সি পি আই (এম) পার্টির উদ্যোগে ডেপুটেশন কর্মসূচী পালন করা হল। সাধারণ মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে সফল করতে সাহায্য করে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।