কৌশিক রায়: চিন্তন নিউজ:১২ই জুন:- আজ এসএফআই মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে এসআই এর নিকটে ডেপুটেশন কর্মসূচি । এই কর্মসূচিতে কান্দি শহরে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা ছাত্রী কনভেনার সৃজিতা মিত্র ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রীতম রুজ। ডেপুটেশনের মূল দাবিগুলো:–
অনলাইন শিক্ষা ব্যবস্থায় যদি চালু করতে হয় তাহলে উপযুক্ত পরিকাঠামো গঠন করে শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে।
মাসে দুইবার করে সমস্ত ছাত্র-ছাত্রীদেরকে মিড-ডে-মিল এর খাদ্যসামগ্রী দিতে হবে।
মিড-ডে-মিল এর আওতায় আনতে হবে,পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের।
স্কুল গুলোতে টিউশন ফি মুকুব করতে হবে।
বঢ়ঞাতে এসএফআই এর ডেপুটেশন কর্মসূচীতে উপস্থিত ছিলেন বঢ়ঞা লোকাল কমিটির সম্পাদক সুমিত, ও অন্যান্য ছাত্রছাত্রীরা।