জেলা রাজ্য

আমফানকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করে উপযুক্ত কেন্দ্রীয় সাহায্যের দাবিতে লকডাউনের বিধিনিষেধ মেনে অবস্থান- বিক্ষোভ


কাকলি চ্যাটার্জি: চিন্তন নিউজ:২৭শে মে:- আকাশপথে চক্কর নয়, মানুষের জন্য, মানুষের মাঝে মানষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে বিশ্বাস করে বামপন্থী গণসংগঠনগুলো। প্রান্তিক মানুষের বাঁচার লড়াইয়ে যে কোনো সময়ে, যে কোনো অবস্থাতেই সঙ্গে আছে বামপন্থীরা। শেষ কথা বলবে মানুষ, শাসকের চোখরাঙানি নয়। কিছুদিন হয়তো সম্ভব ভুল বুঝিয়ে, প্রলোভন দেখিয়ে ভুল পথে পরিচালিত করা কিন্তু তা চিরস্থায়ী হতে পারে না। ইতিহাসের দিকে তাকালে এটা সহজেই বোঝা যায়।

আজ কেন্দ্রীয় শ্রমিক সংগঠন, শিল্পভিত্তিক ফেডারেশন, ১২ ই জুলাই কমিটির আহ্বানে চৌরঙ্গী২ এরিয়া কমিটির অন্তর্ভুক্ত ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ডে শ্রম আইন সংশোধন বন্ধ করা, শ্রমিকের ৮ ঘন্টা কাজের দাবি, লকডাউনের সময় শ্রমিকের প্রাপ্য মজুরি প্রদান, রাজ্যের পরিযায়ীদের ফিরিয়ে আনার দাবি যথাযথ স্বাস্থ্য পরীক্ষা ও কোয়েরেন্টাইনের দায়িত্ব সহ এবং ঘূর্ণিঝড় আমফানকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করে উপযুক্ত কেন্দ্রীয় সাহায্যের দাবিতে লকডাউনের বিধিনিষেধ মেনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। জনগণকে বাম গণসংগঠনসমূহের দাবিগুলো সম্বন্ধে সচেতন করার প্রয়োজনে এলাকায় পোস্টারিং করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।