চিন্তন নিউজ:- কাকলি চ্যাটার্জি- ২০শে নভেম্বর:- লকডাউন পিরিয়ডে নামমাত্র মূল্যে ডায়ালিসিস করা থেকে শুরু করে দুঃস্থদের চিকিৎসায় নিবেদিত প্রাণ মাননীয় চিকিৎসক ফুয়াদ হালিম করোনা আক্রান্ত হয়েছিলেন। সুস্থতার পরে এই নিয়ে চারবার প্লাজমা দান করলেন।
বামপন্থী গণসংগঠনগুলোর উদ্যোগে চলছে অটোপ্রচার—২৬ নভেম্বর সারা ভারত সাধারন ধর্মঘটের সমর্থনে প্রচার চলছে,কলেজ স্ট্রিট – রাজাবাজার অঞ্চল জুড়ে।
কেউ খাবে কেউ খাবেনা তা হবেনা। প্রান্তিক মানুষদের কথা মাথায় রেখে সিপিআই(এম) পার্টির উদ্যোগে পরিচালিত শ্রমজীবি বাজার ৪০ দিন অতিক্রম করলো। সঙ্গে চলছে ২০ টাকার শ্রমজীবি ক্যান্টিন।
৬৭ ওয়ার্ডে সমস্ত বামপন্থী গণসংগঠনের উদ্যোগে ”ছট” পুজায় অংশগ্রহনকারীদের মাক্স, স্যানিটাইজার ও চা বিতরন করার জন্য ক্যাম্প সংগঠিত হলো।

সারা রাজ্যব্যাপী ২৬ শে নভেম্বর ধর্মঘটের সর্মথনে শুরু হয়েছে দেওয়াল লিখন, পথসভা, বাজারসভা, মিছিল। সিপিআই(এম) কসবা- ৩ এরিয়া কমিটির ৬৬ নং ওয়ার্ডের ৪২এ বাস স্ট্যান্ড ও তপসিয়ার গুলমাঠ অঞ্চলে দেওয়াল লেখা হল।
সিপিআই(এম) মাণিকতলা ৩ এরিয়া কমিটির উদ্যোগে ২৬ নভেম্বর ধর্মঘটের সমর্থনে চলছে পোস্টারিং।

সিপিআই(এম ) রাসবিহারী ২ এরিয়া কমিটির উদ্যোগে শ্রমিক-কৃষক সহ সাধারণ মানুষের জীবনজীবিকা রক্ষার্থে ২৬ নভেম্বরের ধর্মঘটের সমর্থনে প্রিন্স আনোয়ার শাহ রোড অঞ্চলে প্রচার চলছে।

২৬ শে নভেম্বর – সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে ভ্রাম্যমান অটো -মাইক সভা চলছে বামপন্থী গণসংগঠনগুলোর উদ্যোগে টালিগঞ্জের ৯৮ নম্বর ওয়ার্ডে।

২৬ শে নভেম্বরের ধর্মঘটের সমর্থনে আজ ২৫নং ওয়ার্ড অঞ্চলের শ্রীমানী বাজার,সরকার লেন,
রামচন্দ্র চ্যাটার্জি লেন বস্তি, চোরবাগান লেন বস্তি,বসাক বাগান লেন বস্তি,৬-তারক প্রামানিক রোড বস্তি,সিংহি লেন বস্তি,মধুরায় লেন বস্তিতে লিফলেট দিয়ে প্রচার চললো।
সংবাদ সূত্র—-প্রমা বল্লভ:- সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ৮৫নং ওয়ার্ডের পক্ষ থেকে ২৬শে নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ দেওয়াল লেখা হলো।
সংবাদ সূত্র—-ত্রয় চ্যাটার্জি:- শ্রম আইন সংশোধন, নয়া কৃষি আইন বাতিল সহ সাত দফা দাবীর সমর্থনে আগামী ২৬শে নভেম্বর কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির ডাকে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে চলছে ছাত্র যুব দের উদ্যোগে দেওয়াল লিখনের কাজ।