নিউজডেস্ক, চিন্তন নিউজ, ১১ এপ্রিল: ‘ভবিষ্যতের ভূত’–সিনেমাটি প্রদর্শনে যে নিষেধাজ্ঞা জারি করেছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, সেই মামলার রায়দান ছিল আজ বৃহস্পতিবার সুপ্রীম কোর্টে। ছবিটির প্রদর্শন বন্ধ করার জন্য যে ক্ষতি হয়েছে, তার পূরণ হিসাবে রাজ্য সরকারকে ২০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।
প্রসঙ্গত সিনেমা পরিচালক অনীক দত্ত এই ‘ভবিষ্যতের ভূত ‘ সিনেমাটি পরিচালনা করেন। যার বিষয়বস্তু হচ্ছে বর্তমান সামাজিক ও রাজনৈতিক অবক্ষয়, মানুষের ওপর অত্যাচার, স্বাধীনতা হরণ – এসবের প্রতিবাদ জানাচ্ছেন ভূতেরা। এই সিনেমা রিলিজ হওয়ার পরেই রাজ্য সরকারের তরফে সিনেমার প্রদর্শন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে সুপ্রীমকোর্টের দ্বারস্থ হন সিনেমার পরিচালক, প্রযোজক।
আজকের এই রায়ের পর প্রযোজক ইন্দিরা উন্নিয়ণ বলেন –শিল্পের জয়, শৈল্পিক মননের জয় হ’ল। তিনি আরও বলেন এই রায়ে তাঁরা খুব খুশী। সমস্ত কলাকুশলী, কর্মী সবার পরিশ্রম আজ মূল্য পেল। ইন্দিরা উন্নিয়ণের মতে এরপর শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ করার আগে সমস্ত সরকার ভাববেন।