জেলা

খবরে কলকাতা—-


চিন্তন নিউজ ; ১০ই সেপ্টেম্বর, দেবী দাস:– সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কলকাতা জেলা কমিটির উদ্যোগে জলপাইগুড়ির রাজগঞ্জে আদিবাসী দুই নাবালিকার ধর্ষনের প্রতিবাদ বিক্ষোভ সভা অনুষ্ঠিত হল লেক মার্কেটে। মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে ধর্ষণ আর কোনো বিশেষ ঘটনা নয়, নিত্যদিনের খবরের শিরোনাম। অপরাধীদের গুরুত্ব না দিয়ে অপরাধকে লঘু করে দেওয়া হচ্ছে বারংবার। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্টে ধর্ষণে পশ্চিমবঙ্গের স্থান শীর্ষে। সর্বত্র প্রতিবাদ ধ্বনিত হয়েছে সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির আহ্বানে। লেক মার্কেটের সভায় উপস্থিত থেকে ঘটনার নিন্দা করে প্রতিবাদী বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদিকা কনীনিকা ঘোষ, কলকাতা জেলার সম্পাদিকা দীপু দাস ও সভাপতি শমিতা হরচৌধুরী।

সংবাদদাতা—-কাকলি চ্যাটার্জী- জানাচ্ছেন, —-ওলা-উবের সিটু ইউনিয়নের পক্ষ থেকে আজ এক বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয় রাসবিহারী এভিনিউ তে।
দাবীসমূহ– (১) ২ কিমির মধ্যে ভাড়া দিতে হবে ও কিলোমিটার প্রতি ২০ টাকা করে দেওয়া হোক।
(২) গাড়ীগুলি যথাযথ স্যানিটাইজ করা সহ চালকদের জন্য কোভিড বিমা চালু করতে হবে।
(৩) খুশীমত আইডি ব্লক করা যাবে না এবং যে আইডিগুলো ইতিমধ্যেই ব্লক করা হয়েছে তা খুলে দিতে হবে।
(৪) এসি নন এসির ঝামেলা মেটাতে হবে দ্রুততার সঙ্গে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব ইন্দ্রজিৎ ঘোষ। উবের কর্তৃপক্ষ কোনোরকম আলোচনা না করে কর্মীদের লড়াইয়ের মনোভাব বুঝতে পেরে অফিস বন্ধ করে পালিয়ে যান।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।