বিদেশ

কেভিন জিস্- থাকবেন তামাম জগতের জনগণের বিপ্লবী আন্দোলনের পথপ্রদর্শকরূপে।


মিতা দত্ত: চিন্তন নিউজ:১০ই সেপ্টেম্বর:- গত ৬ সেপ্টেম্বর আমেরিকা সমেত বিশ্বের বিপ্লবীদের জনগণের প্রিয়জন বিয়োগ ব্যথার দিন।এইদিন কমিউনিস্ট মতাদর্শে সমর্পিত কেভিন মৃত্যুবরণ করেন। একজন কমিউনিস্টের যেসব গুণাবলী থাকা স্বাভাবিক, তিনি সেই সব গুণাবলীর অধিকারী ছিলেন, তাই সবার অন্তরের অন্তরতম ছিলেন। তাঁর বন্ধুদের কথায় ,”আমরা গর্বিত ছিলাম তাঁকে পাশে পেয়ে।”

তিনি আমেরিকায় বসবাস করেও আমেরিকার সাম্রাজ্যববাদী নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ভেনেজুয়েলার জনগণের পাশে তিনি ছিলেন নির্ভীক সৈনিক।কেভিন তাঁর বিপ্লবী জীবনে যাদের দ্বারা নিরন্তর প্রভাবিত হয়েছেন, তাঁরা হলেন মার্গারেট,অ্যাডরাইনি ও ডেভিড। ওনারা আমেরিকার ন্যাশনাল বোর্ডের সদস্য হিসেবে অসাধারণ কাজ করেছেন।

আমেরিকার বিপ্লবী জনগণ ,প্রতি পদক্ষেপে কেভিনের অনুপস্থিতি উপলব্ধি করবে। কেভিন বিপ্লবী জনগণের কাছে “কমরেড” হয়ে চিরস্থায়ী আসন লাভ করবেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।