মাধবী ঘোষ: চিন্তন নিউজ:১৭ই জুলাই:- করোনা আবহের মধ্যে পরীক্ষার্থীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বেরোলো মাধ্যমিকের ফলাফল । বহু প্রতীক্ষিত এই ফলাফলে জেলার জয়জয়কার !!!

মাধ্যমিক ২০২০ পরীক্ষায় রাজ্যে নবম ও পশ্চিম বর্ধমানের জেলায় প্রথম স্থানাধিকারী আসানসোল উমারানি গড়াই মহিলা কল্যাণ গার্লস হাই স্কুলের ছাত্রী অনুশ্রী ঘোষ (প্রাপ্ত নাম্বার ৬৮৪ )এবং রাজ্যের ত্রয়োদশ এবং পশ্চিম বর্ধমান জেলায় দ্বিতীয় স্থানাধিকারী (প্রাপ্ত নম্বর ৬৮০) আসানসোল রামকৃষ্ণ মিশনের ছাত্র চিরন্তন পাল।এবং ডিএভি পাবলিক স্কুলের ছাত্র, ভারতের ছাত্র ফেডারেশন আসানসোল আঞ্চলিক কমিটির সদস্য কমরেড অরুনাভ ঘোষ ৮৮% নম্বর পেয়ে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।

এই সকল কৃতী ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভারতের ছাত্র ফেডারেশনের আসানসোল আঞ্চলিক কমিটির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। গতকাল সন্ধ্যায় (16/07/20) আসানসোল এসএফআই আঞ্চলিক কমিটির সদস্যরা প্রতিটি ছাত্রছাত্রীর বাড়ী গিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়ে আসে।
