জেলা

ভারতের ছাত্র ফেডারেশনের পুনরায় জয় হলো


সায়ঙ্ক মন্ডল:- চিন্তন নিউজ :১১ই জানুয়ারি,২০২১:-  আজ ভারতের ছাত্র ফেডারেশনের পুনরায় জয় হলো । হিন্দমোটরে কোতরং ভূপেন্দ্র স্মৃতি বিদ্যালয়ে (উ: মা:) অবৈধ ভাবে সরকারি নির্দেশ উপেক্ষা করে ২৪০ টাকা মাইনে বদলে ৯০০ টাকা ও তার অধিক টাকা ভর্তির জন্য নিচ্ছিল । এই খবর পাওয়া মাত্রই কোতরং আঞ্চলিক কমিটির পক্ষ থেকে স্কুলের প্রধান শিক্ষকের সাথে তাঁরা কথা বলতে যান । কিন্ত প্রধান শিক্ষক কোন কথা ও চিঠির নিতে রাজি হননি । 

এর ফলে ভারতের ছাত্র ফেডারেশনের কোতরং আঞ্চলিক কমিটি স্কুলের বাইরে পৌস্টারিং করে । সেই পোস্টার ছিড়ে দেন স্বয়ং প্রধান শিক্ষক ও স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সহ তার সঙ্গীরা । এরপরই কোতরং আঞ্চলিক কমিটির পক্ষ থেকে স্কুলের স্কুল ইন্সপেক্টরকে ডেপুটেশন দেওয়া হয় । ডেপুটেশানের নেতৃত্ব ছিলেন কোতরং আঞ্চলিক কমিটির সম্পাদক কৌশিক নন্দী ও হুগলী জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সৌভিক কংসবনিক সহ অন্যান্য নেতৃত্ব। 

স্কুল ইন্সপেক্টর বলেন কোন মতেই বেশি মাইনে নেওয়া যাবে না এবং তিনি বলেন এই বিষয়টি দেখবেন । ছাত্র ফেডারেশনের নেতৃত্ব জানিয়েছেন  যে সোমবারের মধ্যেই কিছু না হলে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন । আজ সেই কথা মতোই স্কুলের সামনে ভারতের ছাত্র ফেডারেশনের নেতৃত্ব সহ যুব আন্দোলনের নেতৃত্ব উপস্থিত হন । স্কুলের প্রধান শিক্ষক সাথে দফায় দফায় আলোচনা চলে ছাত্র ফেডারেশনের নেতৃত্বর । এর চাপে পড়ে স্কুল কর্তৃপক্ষ স্কুলের ফি কমাতে বাধ্য হন ।

এর ফলে বহু ছাত্র তাদের সমর্থন করেন এবং অভিভাবকরাও যথেষ্ট সমর্থন করেন । আজকের এই বিক্ষোভ সভাতে উপস্থিত ছিলেন কোতরং আঞ্চলিক কমিটির সম্পাদক কৌশিক নন্দী সহ হুগলী জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সৌভিক কংসবনিক ও রাজ্য কমিটির সদস্য অনর্ব দাস এবং প্রাক্তন ছাত্র নেতা তথা বর্তমান যুব আন্দোলনের নেতা দেবাশীষ নন্দী সহ মৌমিতা দাস ময়ুখ রায়চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।