দেশ

আজ সন্ধ্যায় ফের কেঁপে উঠল দিল্লি


গোপা মুখার্জী : চিন্তন নিউজ :৩রা জুলাই:- একেই করোনাতঙ্কে জেরবার দিল্লি, তার উপর গত দেড়মাস ধরে দিল্লিতে ক্রমাগত ভূমিকম্প হয়ে চলেছে ।শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ কম্পন অনুভূত হয় দিল্লি ও সংলগ্ন এলাকায়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৭। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি’ র তরফে জানানো হয়েছে যে রাজস্থানের আলওয়ারে ৩৫ কিমি দূরে ভূপৃষ্ঠের১৮ কিমি নীচে ভূমিকম্পের উৎসস্হল ছিল ।তবে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণ হানির খবর পাওয়া যায়নি ।

সম্প্রতি গোটা বিশ্ব জুড়ে করোনার সাথে সাথে পাল্লা দিয়ে ভূমিকম্প হয়েই চলেছে ।গত এপ্রিল মাস থেকে প্রায় ১২ বার দিল্লিতে ভূকম্পন অনুভূত হয় । তবে কম্পনের মাত্রা অধিকাংশ ক্ষেত্রেই ছিল মৃদু। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে এই ছোটো খাটো কম্পন অদূর ভবিষ্যতে বড়ো বিপর্যয় ডেকে আনতে পারে। পাঁচটি ভূকম্পনপ্রবন অঞ্চলের মধ্যে দিল্লির স্থান চতুর্থ।সিসমিক অ্যাকটিভিটি ক্রমাগত চলছে তাই এই ছোটো খাটো কম্পনে বোঝা যাচ্ছে। শুক্রবার ভূকম্পনের কয়েকদিন আগেই বিকেল ৩টে নাগাদ দিল্লিতে কম্পন অনুভূত হয় যার উৎসস্থল ছিল হরিয়াণার রোহতক।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।