দেশ

আজ কৃষক আন্দোলনের প্রেরণা ভগৎ সিং।


প্রতিবেদনে কল্পনা গুপ্ত: চিন্তন নিউজ:২৮ শে সেপ্টেম্বর:– পরাধীন ভারতে বৃটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের এক জ্বলন্ত ব্যক্তিত্ব ও এক অমর শহীদের নাম ভগৎ সিং। এই জাতীয়তাবাদী নেতাকে সারাদেশ অত্যন্ত সম্মানের সাথে স্মরণ করে। তাঁর ২৩ বছরের সংক্ষিপ্ত জীবনের সময়গুলি অগ্নিক্ষরিত।

১৯০৭ সালের ২৮ শে সেপ্টেম্বর তাঁর জন্ম হয় পাঞ্জাবের লায়ালপুরে এক জাঠ পরিবারে। এই পরিবারের ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক ধারাবাহিক সংযোগ ছিলো। তাই কিশোর বয়স থেকেই তিনি কমিউনিজমের প্রতি আকৃষ্ট হন ও একাধিক বিপ্লবী সংগঠনের সাথে যুক্ত হয়ে পড়েন। তিনি তাঁর ক্ষুরধার বুদ্ধি, উন্নত মেধা, আকর্ষণীয় নেতৃত্বদানের ক্ষমতা দিয়ে গড়ে তোলেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান এসোশিয়েশন। এই সময় প্রবীন বিপ্লবী লালা লাজপৎ রায়ের হত্যাকারী ব্রিটিশ পুলিশ সুপার স্যান্ডার্সকে গুলি করে হত্যা করেন ভগৎ সিং। তাঁকে গ্রেফতার করা হয়। তিনি জেলের সকল বন্দীর সমানাধিকারের জন্য ৬৪ দিন অনশন করে সমর্থন আদায় করেছিলেন। তাঁর বিচারে ফাঁসি হয়। মৃত্যুর দিন ২৩ শে মার্চ ১৯৩১, মাত্র ২৩ বছরের সংক্ষিপ্ত জীবনে ভারতের যুব সমাজকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন। ভারতে সমাজতন্ত্রের অভ্যুত্থানেও সহায়তা করেন। তিনি নওজওয়ান ভারত সভা, কীর্তি কিষাণ পার্টিরও সংগঠক ছিলেন।

আজ কেন্দ্রীয় সরকার যে অগণতান্ত্রিক পথে কৃষক বিরোধী বিল পাশ করে নিলো তা অত্যন্ত বিপদজনক পদক্ষেপ। সকল বিরোধী দলের সাথে প্রতিবাদের পথে হাঁটেন মোদী সরকারের বিশ্বস্ত শরীক অকালি দল। আজ কৃষক বিদ্রোহে উচ্চারিত হচ্ছে ভগৎ সিং এর নাম। কৃষকেরা তাঁর ছবিসহ প্ল্যাকার্ড হাতে নিয়ে আন্দোলনে নেমেছেন। তাঁর নামে স্লোগান উঠছে ভাতিন্দায়। হরিয়ানার ফতেহহাবাদে গড়ে ওঠা কৃষক সংঘর্ষ সময়ি , খেতি বাঁচাও কমিটি- সকলেরই সংগ্রামেরই প্রেরণা হলেন ভগৎ সিং। তাঁর জন্মদিনে চিন্তনের পক্ষ থেকে জানাই শ্রদ্ধা ও সংগ্রামী অভিনন্দন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।