কিংশুক ভট্টাচার্য: চিন্তন নিউজ:বাঁকুড়া ১৫ জুলাই:- বুধবার বড়জোড়া সমবায় ব্যাঙ্ক এর সামনে সমবায় ব্যাঙ্ক এর অর্থ লুঠ ও বেসরকারী করণের প্রতিবাদে ও রাজ্য – কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সকাল দশটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত টা সিপিআইএম এর ডাকে অবস্থান কর্মসূচী পালন করা হয়। এই কর্মসূচী চলাকালীন অবস্থানে বক্তব্য রাখেন বড়জোড়া বিধান সভা ক্ষেত্রের বাম বিধায়ক সুজিত চক্রবর্তী, সিপিআইএম বড়জোড়া এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী, কৃষক নেতা বিশ্বেসর গড়াই, যুব নেতা দেবীপ্রসাদ রায় প্রমূখ। বুধবারের অবস্থান থেকে তরুণ রাজ, শঙ্কর দাস ব্যাঙ্ক ম্যানেজারের কাছে স্মারকলিপি দেন। পরে এসএফআই এর বড়জোড়া ইউনিটের পক্ষ থেকে মঙ্গলবার কলকাতা স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ আন্দোলনরত ছাত্র নেতা দের উপর পুলিশের নৃশংস আক্রমণের প্রতিবাদে বড়জোড়া ব্লক অফিসের সামনে বাঁকুড়া – দুর্গাপুর রাজ্য সড়কে বিক্ষোভ প্রদর্শন করে দশ মিনিট অবরোধ করা হয়। পরে পথে চলাচল কারি মানুষের অসুবিধার কথা বিবেচনা করে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়। এই কর্মসূচী তে নেতৃত্ব দিয়ে উপস্থিত ছিলেন জেলা ছাত্র নেতা সাগর শিট, শেখ রিয়াজ, সুদীপ্তা মন্ডল প্রমূখ।…
Related Articles
২০০টি পরিবারের হাতে সাধ্যমত খাদ্যসামগ্রী তুলে দেয় সি পি আই(এম) ডানলপ-বাঁশবেড়িয়া-চন্দ্রহাটী এরিয়া কমিটি
রুদ্র চক্রবর্তী: চিন্তন নিউজ:১৯শে এপ্রিল:- দেশজুড়ে মানুষ করোনার মারণ থাবায় আক্রান্ত।কেন্দ্র ও রাজ্য সরকারের সঠিক পরিকল্পনার অভাবে সমস্ত সাধারণ মানুষ নিত্যদিনের খাদ্য সামগ্রী জোগাড় করতে গিয়ে কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছেন।এই সাধারণ মানুষের পাশে থাকার বার্তা নিয়ে পথে সি পি আই(এম)। সি পি আই(এম) ডানলপ-বাঁশবেড়িয়া-চন্দ্রহাটী এরিয়া কমিটির অন্তর্গত ১০নং শাখা ২০০টি পরিবারের হাতে সাধ্যমত খাদ্যসামগ্রী তুলে […]
হুগলি জেলার সংবাদ-
সংবাদদাতা রত্না দাস : চিন্তন নিউজ:১লা জুন:– এই কোরোনা মহামারীর সময় কালে যে ডাঃ অঞ্জন কুমার দাস চন্দননগরবাসীকে পরিসেবা দিয়ে চলেছেন সত্যিই অতুলনীয়! কোরোনা কালে যখন সমস্ত নামি-দামি ডাক্তার বাবুরা চেম্বারে আসা বন্ধ করে দিয়েছেন বা কমিয়ে দিয়েছেন অথবা চিকিৎসা করলেও চন্দ্রাভিযানের পোশাক পরে দুর থেকে চিকিৎসা করেন তেনাদের জীবনের ভয়ে। সে অবস্থাতে আপনি নির্ভিক […]
পূর্ব বর্ধমান জেলার খবর
কল্পনা গুপ্ত, চিন্তন নিউজ, ১৬ অক্টোবর: আজ বর্ধমান সদর -২ এরিয়া কমিটির অন্তর্গত বড়শুল -২ অঞ্চলের ১৪ টি গ্রামের ১৬টি বুথ এলাকার কর্মী-সমর্থকদের নিয়ে সিপিআইএম পার্টির উদ্যোগে বড়শুল বাজে সালেপুর কোঁড়াপাড়ায় কর্মীসভা অনুষ্ঠিত হলো। কর্মী সভায় বক্তব্য রাখেন পার্টি্র রাজ্য কমিটির সদস্য অমল হালদার ও গনেশ চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য জহর দত্ত ও […]