জেলা

বাঁকুড়া বড়জোড়ায় সমবায় ব‍্যাঙ্কের অর্থলূঠ ও শাসকদলের দূর্নীতির বিরুদ্ধে সিপিআইএম এর অবস্থান কর্মসূচী।


কিংশুক ভট্টাচার্য: চিন্তন নিউজ:বাঁকুড়া ১৫ জুলাই:- বুধবার বড়জোড়া সমবায় ব্যাঙ্ক এর সামনে সমবায় ব্যাঙ্ক এর অর্থ লুঠ ও বেসরকারী করণের প্রতিবাদে ও রাজ্য – কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সকাল দশটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত টা সিপিআইএম এর ডাকে অবস্থান কর্মসূচী পালন করা হয়। এই কর্মসূচী চলাকালীন অবস্থানে বক্তব্য রাখেন বড়জোড়া বিধান সভা ক্ষেত্রের বাম বিধায়ক সুজিত চক্রবর্তী, সিপিআইএম বড়জোড়া এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী, কৃষক নেতা বিশ্বেসর গড়াই, যুব নেতা দেবীপ্রসাদ রায় প্রমূখ। বুধবারের অবস্থান থেকে তরুণ রাজ, শঙ্কর দাস ব্যাঙ্ক ম্যানেজারের কাছে স্মারকলিপি দেন। পরে এসএফআই এর বড়জোড়া ইউনিটের পক্ষ থেকে মঙ্গলবার কলকাতা স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ আন্দোলনরত ছাত্র নেতা দের উপর পুলিশের নৃশংস আক্রমণের প্রতিবাদে বড়জোড়া ব্লক অফিসের সামনে বাঁকুড়া – দুর্গাপুর রাজ্য সড়কে বিক্ষোভ প্রদর্শন করে দশ মিনিট অবরোধ করা হয়। পরে পথে চলাচল কারি মানুষের অসুবিধার কথা বিবেচনা করে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়। এই কর্মসূচী তে নেতৃত্ব দিয়ে উপস্থিত ছিলেন জেলা ছাত্র নেতা সাগর শিট, শেখ রিয়াজ, সুদীপ্তা মন্ডল প্রমূখ।…


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।