সোমনাথ ঘোষ:— চিন্তন নিউজ:২৩ শে আগস্ট:- গতকাল ১৬ দফা দাবিতে গোকুলপুর গ্রামে প্রতিবাদ সভা। চন্ডীতলা ও কুমিটমোড়ার যৌথ উদ্যোগে। জেলা কৃষক সভার সম্পাদক কমরেড ভক্তরাম পান ও কমরেড আজিম আলি বক্তব্য রাখেন।
হুগলি জেলার সংবাদ সংগ্রাহক সায়ঙ্ক মন্ডল পুড়শুড়া থেকে জানিয়েছেন যে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পুরশুড়া উত্তর এরিয়া কমিটি উদ্যোগে আজ পুরশুড়া ১৬দফা দাবি নিয়ে কোলেপাড়া পঞ্চায়েত কৃষ্ণবাটিতে মিছিল সংগঠিত হলো।

সায়ঙ্ক মন্ডল আরও জানিয়েছেন সিঙ্গুর থেকে:- আজ ডিওয়াইএফআই সিঙ্গুর উত্তর লোকাল কমিটির অন্তর্গত গোপালনগর ইউনিটের উদ্যোগে বাবুরভেড়ি এলাকায় সচেতনতা প্রচার, বিনামূল্যের সবজি বাজার, মাস্ক বিতরন ও এলাকা স্যানিটাইজেশন করা হয়। ১২০ টি পরিবারের হাতে সবজি তুলে দেওয়া হয়। উপস্থিত সকল যুব কর্মীরা।

সিদ্ধার্থ গুহ, চন্ডিতলা, “শিক্ষা বাঁচাও দেশ বাঁচাও “- করোনা ভাইরাসের জন্য মানুষের দুর্বিষহ অবস্থা, তার মধ্যেই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী শিক্ষানীতি ভারতবর্ষের ছাত্র ছাত্রীদের কাছে খুবই আতঙ্কের অবস্থা।।এই ব্যবস্থার প্রতিবাদে আজ ডানকুনি থেকে চন্ডিতলা পর্যন্ত ডানকুনি, চন্ডিতলা ২নং ব্লকের ছাত্র যুব ও শিক্ষিক শিক্ষিকা সংগঠনের উদ্দ্যোগে এক প্রতিবাদ মিছিল। এই মিছিল কে ঘিরে স্থানীয় ছাত্র ছাত্রী দের মধ্যে ব্যাপক সারা পাওয়া যায়। মিছিল শেষে চন্ডিতলাতে এক প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয়ে। এই সভাতে প্রধান বক্তা ছিলেন স্যার শ্রুতিনাথ প্রহরাজ।।
সংবাদদাতা দেবব্রত ঘোষ:—–২০১১ সালের পর পালাবদল এর পর থেকে তারকেশ্বরের নাইটা অঞ্চলের পার্টি অফিস দীর্ঘ দিন তৃনমুল দুষ্কৃতকারীরা দখল করে রাখে। একাধিকবার পার্টি অফিসে অগ্নিসংযোগ করে বোম মারে।। ইদানিং কালে স্থানীয় বাসিন্দারা ওই পার্টি অফিস উদ্ধার করে। অসম্ভব পরিশ্রম করে সেই পার্টি অফিস সারিয়ে পরিষ্কার করে অসম্ভব সুন্দর করে তুলেছে। এই কাজ করতে তাদের অসম্ভব পরিশ্রম করতে হয়েছে। আজ থেকে আবার সেই অফিস চালু হলো। এলাকার বাসিন্দা অভিভূত হয়ে গেছে সাধারণ মানুষের আবেগ ও উচ্ছাস দেখে।
