রাজ্য শিক্ষা ও স্বাস্থ্য

ছাত্রছাত্রীদের সুবিধার্থে এস‌এফ‌আই


সায়ঙ্ক মন্ডল চিন্তন নিউজ:-১৫ই জুলাই -ভারতের ছাত্র ফেডারেশন উদ্যোগে চলেছে রাজ্যের নানা জায়গায় বিনামূল্যে মাধ্যমিক ফল দেখানো ।যেখানে একটা সাইবার ক্যাফেতে গেলে অনেক বেশি মূল্য দিতে হয় তার জন্য ভারতের ছাত্র ফেডারেশনের এই উদ্যোগ। নবদ্বীপ, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, সব জায়গায় হচ্ছে এই কাম্প। পরবতীর্তে ভর্তি প্রক্রিয়া সময় সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন এস‌এফ‌আই নেতৃবৃন্দ।

তাছাড়াও এদিন মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থান আধিকারি ঋতম ধর কে সংবর্ধনা জানালো ভারতের ছাত্র ফেডারেশন দিনহাটা লোকাল কমিটি, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দিনহাটা লোকাল কমিটি ও নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকেও তাকে সংবর্ধনা জানানো হয় ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।