রাজ্য

আক্রান্ত ডিওয়াইএফ‌আই নেতা কলতান।দাশগুপ্ত


নিউজ ডেস্ক: চিন্তন নিউজ:২৩শে এপ্রিল:-এই লকডাউনে দরিদ্র মানুষ বিপর্যস্ত। যখন তাদের সরকারি সাহায্যের খুব প্রয়োজন। অথচ সরকারি সাহায্য না পেয়ে অসহায় মানুষজন।সেই সময় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশানের ছেলেরা বাড়ি বাড়ি গিয়ে, অভুক্ত মানুষগুলোকে তাদের সীমিত ক্ষমতার মধ্যে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আর তাদের ওপর সরকারি দলের কর্মীরা পুলিশের সাহায্যে যুব ফেডারেশানের কর্মীদের ওপর আক্রমণ নামিয়ে এনেছে।

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের অন্যতম নেতৃত্ব কমরেড কলতান দাশগুপ্ত আক্রান্ত।কলকাতার রাসবিহারী অঞ্চলে ৯০নাম্বার ওয়ার্ডে স্যানিটাইজেসানের কাজ করতে গিয়ে তৃণমূলী লুম্পেনদের হাতে আক্রান্ত।এই কঠিন সময়ে মানুষ যখন করোনা ভাইরাসে আক্রান্ত, দীর্ঘদিন লকডাউনের কবলে পড়ে নিরন্ন, অসহায় মানুষগুলোর পাশে আজ সকালে যুব কর্মীরা যখন ৯০ নং ওয়ার্ডে বিশেষত বস্তি অঞ্চল গুলিতে স্যানিটাইজেসানের কাজ করছিলেন সেই সময়ে পুলিশের সাহায্য তৃণমূলের লুম্পেনরা যুব কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ভীষণ বাজে ভাবে আক্রান্ত হন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মন্ডলির সদস্য কলতান_দাশগুপ্ত। এই আক্রমণের বিরুদ্ধে তীব্র ধিক্কার।জানিয়েছেন রাজ্য ডিওয়াইএফ‌আই সহ অনেক ছাত্রযুব।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।