রাজ্য

আন্তর্জাতিক নারী দিবসে দুইশত বছর পরেও বিদ্যাসাগর আজ‌ও প্রাসঙ্গিক।


রাহুল চ্যাটার্জি:চিন্তন নিউজ:৮ই মার্চ:–আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশততম বার্ষিকী উদযাপন কমিটি , বীরভূম জেলার উদ্যোগে বোলপুরের কিশলয় স্কুলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ১০২জন প্রতিযোগিকে নিয়ে ছবি আঁকা , পাঠ , গল্প বলা , আবৃত্তি , কুইজ , তাৎক্ষণিক , স্বরচিত কবিতা , প্রবন্ধ , আদিবাসীদের আলপনা ও অলচিকি হরফে স্বরচিত কবিতা সহ মোট ১৪টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

প্রতিযোগিতার শেষে শ্রীনিকেতন রোডের মিলনতীর্থ অনুষ্ঠান ভবনে ‘আন্তর্জাতিক নারীদিবসে আজও বিদ্যাসাগর প্রাসঙ্গিক’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন নানুর পাঠাগারের লাইব্রেরিয়ান শ্রীমত্যা অনিতা মুখার্জী । সভাপতি ছিলেন শ্রী সনত কুমার ঘোষ । এছাড়া প্রধান অতিথি ছিলেন অধ্যাপক বিষ্ণু রায় । সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সাংস্কৃতিক আহ্বায়ক শ্রী অমিতাভ সেনগুপ্ত । রাজ্য কমিটির পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক সাইদুল হক । এছাড়াও জেলার সম্পাদক , কোষাধ্যক্ষ , কমিটি সদস্য , মহিলা কমিটির আহ্বায়ক , প্রতিযোগিতার বিচারক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন । পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে জেলার প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেবেন তা জানানো হয় ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।