বিপ্লব সেন: চিন্তন নিউজ:১৫ই জুলাই:- রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র- ছাত্রীদের ডি ওয়াই এফ আই ও এস এফ আই এর পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হল। রাজ্যে ষষ্ঠ ও জেলায় প্রথম স্থান অধিকার করেছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র সূনরীত সিনহা।রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্র- ছাত্রীদের ডি ওয়াই এফ আই ও এস এফ আই এর পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হল। রাজ্যে ষষ্ঠ ও জেলায় প্রথম স্থান অধিকার করেছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র সূনরীত সিনহা।
অপরদিকে রেল সহ বিভিন্ন রাষ্টায়ত্ব সংস্থা বেসরকারিকরণের প্রতিবাদে রায়গঞ্জ রেলওয়ে স্টেশনের সামনে ডি ওয়াই এফ আই এর বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হল।
আজ জেলার ইটাহারে কৃষকের ফসলের ন্যায্য মূল্য দিতে হবে, কৃষি ঋণ মুকুব করতে হবে, সকলের জন্য বিনামূল্যে রেশনের ব্যবস্থা করতে হবে প্রভৃতি বিভিন্ন দাবিতে আজ সারাভারত কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়নের ডাকে ইটাহার সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট গণটেপুটেশন কর্মসূচি সংগঠিত হল।