সুচরিতা বাসু: চিন্তন নিউজ:১৬ই জুলাই:-নারীরা অর্ধেক আকাশ- অত্যন্ত সঠিক মূল্যায়ন। আবারও প্রমাণ করলো সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটি। পথে নেমে প্রান্তিক মানুষের সাহায্যে এগিয়ে এলেন সংগঠনের কর্মীরা।
আমফানে চরম ক্ষতিগ্রস্ত জেলার সমুদ্র উপকূলীয় দ্বীপ অঞ্চলগুলো, পৌঁছায়নি সরকারি সাহায্য। এখনও অনেক পরিবারের আশ্রয়স্থল স্কুলবাড়িগুলো, বাড়ি মেরামতের টাকা গেছে তৃণমূলের সিকি,আধুলি নেতাদের পকেটে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মহিলা সমিতির কর্মীরা সাধ্যমত ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে গেল বাসন্তী অঞ্চলে। লড়াকু মানুষের দৈনন্দিন জীবনের লড়াইয়ের অংশগ্রহণ করার প্রচেষ্টা ক্ষুদ্র হ’লেও ছিল না আন্তরিকতার অভাব।