রাজ্য

#মানুষেরপাশেCPIM


দেবু রায়: চিন্তন নিউজ:৩০ শে মার্চ:-সিপিআই(এম), পূর্ব যাদবপুর এরিয়া কমিটির উদ্যোগে ১০৩ নং ওয়ার্ডে মডার্ন পার্কে সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী আজকেও বাড়িতে বাড়িতে ঔষধ ও নিত‍্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দিলেন রেড ভলান্টিয়ার বাপ্পা ব‍্যানার্জী (9830341918) ও পথিক দে(9123868812)।

ব‍্যারাকপুরের শ্রীমতি তাপসী দাস গুরুতর অসুস্থ হয়ে ভর্তি আছেন মুকুন্দপুরের মেডিকা হাসপাতালে (CCU2-Bed No.5)। ঐ অসুস্থ মহিলার মুকুন্দপুরের বাসিন্দা আত্মীয় স্বজনের অনুরোধে রক্তদান করলেন রেড ভলান্টিয়ার কৃশানু নাগ। তারপর বাপি দাসকে সঙ্গী করে চলে গেলেন নয়াবাদের ইডেন উড আবাসনের বাসিন্দা প্রবীণ নাগরিক শ্রী জে.সি.চৌধুরীর বাড়িতে ঔষধ ও নিত‍্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে।

সিপিআই(এম), পূর্ব যাদবপুর এরিয়া কমিটির উদ্যোগে ১০৩ নং ওয়ার্ডের মডার্ন পার্কের (37/3, )পার্ক এভিনিউ ঠিকানায় শ্রী মনীন্দ্র চৌধুরীকে (82 yrs) নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দিলেন রেড ভলান্টিয়ার বুবলু মিশ্র (8240591822)
লকডাউনের ফলে সঙ্কটে পরা ২২টি পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিল সিপিআই(এম), যাদবপুর পূর্ব এরিয়া কমিটির অন্তর্ভুক্ত নিউসন্তোষপুর পশ্চিম শাখার কমরেডরা।


সিপিআই(এম), পূর্ব যাদবপুর এরিয়া কমিটির উদ্যোগে ১০৪ নং ওয়ার্ডের ১৫ গড়ফা থার্ড লেন নিবাসী রঘুনাথ মুখার্জিকে (80 yrs) প্রয়োজনীয় ঔষধ পৌঁছে দিলেন রেড ভলান্টিয়ার কমঃ মৃত‍্যুঞ্জয় দাস (98316 11402)।
সিপিআই(এম), পূর্ব যাদবপুর এরিয়া কমিটির উদ্যোগে ১০৩ নং ওয়ার্ডের রেললাইন লাগোয়া তালতলা এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে হ‍্যান্ড স‍্যানিটাইজার পৌঁছে দিলেন এলাকার কাউন্সিলর নন্দিতা রায় ও পার্টির কমরেড’রা।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।