রাজ্য

এস‌এফ‌আই এর আনাস আক্তার’ রা এই বিপদে মানুষের প্রকৃত বন্ধু


রাহুল চ্যাটার্জি:চিন্তন নিউজ:৩০শে মার্চ:–এস‌এফ‌আই এর আনাস আক্তার, ভারতের ছাত্র ফেডারেশন, সিউড়ি লোকাল কমিটির সভাপতি। আনাস, ব্যাগে চাল, আলু, পেঁয়াজ ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রী নিয়ে গরিব মানুষের বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছেন, কারণ মনে দৃঢ় প্রতিজ্ঞা ভাইরাসকে পরাজিত করে মানবতার ধ্বজা উড়িয়ে দেওয়ার। তাও আবার নিজের গাড়ির তেল পুড়িয়ে।

আজ পাঁচটি পরিবারে চাল, আলু, পেঁয়াজ সহ আরো দুজনের বাড়িতে স্যানিটারি ন্যাপকিন এবং ইনহেলার পৌঁছে দিয়ে এসেছে আনাস। কুর্নিশ জানিয়েছেন সকলে তাঁর এই প্রচেষ্টার।আনাস আক্তাররা সবার বিপদে বন্ধু। প্রকৃত সমাজ বন্ধু।

অপরদিকে নলহাটি হীরালাল ভকত কলেজের সকল কর্মী আজ করোনার বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিলেন। সকলে শিক্ষক ও কর্মীরা তাদের একদিনের বেতন -মোট. ৮৩৪১২টাকা দান করলেন পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ তহবিলে(West Bengal State Emergency Relief Fund) । যুদ্ধ জিততেই হবে এই প্রত্যয় সকলের মনে।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।