রাজ্য

সিপিআইএম সোনারপুর উত্তর এরিয়া কমিটি এলাকার মানুষকে পৌঁছে দিল নিত্যপ্রয়োজনীয় জিনিস।



কাকলি চ্যাটার্জি:চিন্তন নিউজ:১৪ই এপ্রিল:- ২০০৮ সালের বিশ্বমন্দার চেয়েও এক খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে বিশ্ব অর্থনীতি। কেন্দ্রের ইউপিএ সরকারকে তখন মন্ত্রীসভার বাইরে থেকে সমর্থন করত বামপন্থী দলগুলো। বামদলগুলোর চাপে পড়ে মনমোহিনী অর্থনীতি কিছুটা হলেও কোণঠাসা ছিল এবং ১০০ দিনের কাজের মত কিছু পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল সাধারণ মানুষের জন্য যার সুফল আজও প্রাসঙ্গিক।

এরজন্য সেই সময়ের মন্দাও সেভাবে কাবু করতে পারেনি ভারতের অর্থনীতিকে। আজ এক অদৃশ্য ভাইরাসের চোখ রাঙানিতে পুঁজিবাদ কাবু। গৃহবন্দী গরীব মানুষের প্রধান শত্রু তার পেটের খিদে। প্রধান লড়াই দুবেলা দুমুঠো অন্নের সংস্থান করার লড়াই যেটা বর্তমানে অসম্ভব। এই মানুষগুলোর কথা মনে রেখে প্রতিদিন প্রতিনিয়ত সি পি আই(এম) সোনারপুর উত্তর এরিয়া কমিটির পার্টিকর্মীরা লড়াই চালিয়ে যাচ্ছেন সামনাসামনি। এই এরিয়া কমিটির অন্তর্গত উত্তর পাঁচপোতা এলাকার পশ্চিমপাড়ায় প্রায় ১৫০ টি পরিবারের হাতে তুলে দেওয়া হল নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।এলাকার শ্রমিক নেতা বিশ্বজিৎ দাস ও গণেশ নস্কর, মহিলা সমিতির জেলা নেত্রী রঞ্জু চক্রবর্তী সক্রিয় ভূমিকা গ্ৰহণ করেন আজকের কর্মসূচি সফল করার লক্ষ্যে।সোনারপুর উত্তর এরিয়া কমিটির সম্পাদক কমরেড অপূর্ব মন্ডল নিজে উপস্থিত থেকে কর্মীদের উৎসাহিত করেন এবং আশ্বাস দেন ভবিষ্যতে প্রয়োজনে সাধ্যমত এইসব প্রান্তিক মানুষগুলোর পাশে থাকার।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।