দেশ

অমানবিক এবং সাম্প্রদায়িক উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সি পি আই (এম)এর রাজ্য ব্যাপী প্রতিবাদ আন্দোলন ‌‌


সীমা বিশ্বাস:আসাম: চিন্তন নিউজ:১০ই জুন:— আসামে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় অধিষ্ঠিত বিজেপি সরকার রাজ্যের বিভিন্ন জিলায় অমানবিক এবং সাম্প্রদায়িক দৃষ্টিতে যেভাবে উচ্ছেদ কার্য সংগঠিত করে গরীব পরিবারগুলোকে গৃহহীন করেছে তার বিরুদ্ধে সি পি আই (এম) এর রাজ্য কমিটির আহ্বানে সাড়া রাজ্য ব্যাপী প্রতিবাদ আন্দোলন সাব্যস্ত করা হয়। আসামের সরকারি মাটি ও বনাঞ্চলে বিভিন্ন ভাষাভাষী ধর্মাবলম্বী লাখ লাখ পরিবার বহু বছর ধরে বসবাস করে আসছে। সরকারের দায়িত্ব এই সকল পরিবারগুলোকে মাটির অধিকার প্রদান করা অথবা বিকল্প স্থানে সংস্থাপনের ব্যবস্থা করা। উল্লেখ্য যে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয় এই কোভিড অতিমারি চলার সময় উচ্ছেদ কার্য বন্ধ করার নির্দেশ দিয়েছে। কিন্তু বিজেপি সরকার সমস্ত নির্দেশ অগ্ৰাহ্য করে উচ্ছেদ অভিযানে মুসলমান সম্প্রদায়ের মানুষ কে আক্রমণের লক্ষ্য হিসেবে গ্ৰহণ করে।উচ্ছেদিত মানুষ’সন্দেহযুক্ত নাগরিক’ এবং অবৈধ , বিদেশি নাগরিকের তকমা লাগিয়ে উচ্ছেদ অভিযানের ন্যায্যতা প্রদানের চেষ্টা করা হয়। উচ্ছিদিত নাগরিক একজন ও ন্যায়িক প্রক্রিয়ায় বিদেশি বলে প্রমাণিত হয়নি।তারা বরং বহু বছর ধরে এই অঞ্চলে বসবাস করে আসছে। প্রত্যেকের ই ভারতীয় নাগরিকত্বের প্রয়োজনীয় নথিপত্র আছে।

রাজ্যের রাজধানী গুয়াহাটি মহানগর থেকে আরম্ভ করে আসামের বিভিন্ন জিলার বিভিন্ন অঞ্চলে প্রায় ৫৪ টা জায়গায় হাতে ,হাতে প্লে কার্ড নিয়ে কোভিড প্রোটোকল মেনে উচ্ছেদ বিরোধী আন্দোলন সংগঠিত হয়। বিকল্প সংস্থাপন অবিহনে অসম সরকারের জনবিরোধী, অমানবীয় এবং সাম্প্রদায়িক উচ্ছেদ নীতির বিরুদ্ধে আগামীদিনে ঐক্যবদ্ধ প্রতিবাদী আন্দোলন গড়ে তোলার জন্য সিপি আই এম এর অসম রাজ্যকমিটি রাজ্যের গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তি তথা দল সংগঠন সমূহের প্রতি আহ্বান জানায়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।