চিন্তন নিউজ:১০ই জুন:– জয়দেব ঘোষ—আজ বিকেল ৫টায় নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সদর পশ্চিমশাখা পক্ষ থেকে দাদপুর রেড ভলেন্টিয়ার্সদের হাতে পিপিই কিড, গেঞ্জি, স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হয়, হারিট সি পি আই (এম )পার্টি অফিসে কোভিড নিয়ম মেনে অনুষ্ঠান হয়,,সদর পশ্চিম চক্র সম্পাদক তারকচন্দ্র ধাড়া, সভাপতি সবুজ মুখার্জী, পোলবা দাদপুর জোনালোক সভাপতি সৌমেন্দ্রনাথ ঘোষ, কোষাধক্ষ মিন্টু কর, দাদপুর এরিয়া কমিটির সম্পাদক মহ:মাহফুজ, শাখা সম্পাদক গণেশ মালিক,, শাখা ২ শীতল চালক, দাদপুর রেড ভলেন্টিয়ার্স কাশিনাথ রায়, সেলিম মন্ডল।।।
গোপাল চাকী—-বিশিষ্ট চলচিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়ানে হুগলি চুঁচুড়া বই মেলার সদস্যরা গভীর শোকাহত ৷ ২০১৩ সালে তিনি পঞ্চম হুগলী-চুঁচুড়া বই মেলার উদ্বোধন এবং স্মারক বক্তৃতা করেছিলেন ৷।
আজ শিয়াখালা বাজার এলাকায় বিভিন্ন মেডিক্যাল হল,নার্সিংহোম, ব্যাঙ্ক, পোষ্ট অফিস , সব্জি ও মাছের বাজার রেড ভল্যান্টিয়ার এর উদ্যোগে স্যানিটাইজ ও মাস্ক বিলি করা হয়।
আজ ১৭তম দিনে রেড ভলান্টিয়ার্স পরিচালিত রেড কিচেন কোদালিয়া। আজকের সহায়তায় প্রয়াতা ইলা দাশগুপ্তের পরিবারের সদস্যরা। এর পাশাপাশি পঃ বঃ বিজ্ঞান মঞ্চ, ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে মেডিক্যাল ক্যাম্পও করা হয়।