সীমা বিশ্বাস, আসাম,৩০ এপ্রিল ২০২২, চিন্তন নিউজ– নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির বিভিন্ন বিক্ষোভ কার্যসূচি……..
মুল্যবৃদ্ধির বিরুদ্ধে নগাঁও এবং ডিব্রুগড় জেলা কমিটির নেতৃত্বে মহিলাদের বিক্ষোভ।
বঙাইগাও জেলা কমিটির নেতৃত্বে অরুণোদয় প্রকল্পের বরাদ্দ অর্থ থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে।
ধুবরী জেলায় মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ধর্ণা ও স্মারকলিপি প্রদান
অত্যাবশ্যকীয় সামগ্ৰীর সাথে রন্ধন গ্যাসের বিরুদ্ধে হোজাই জেলা কমিটির নেতৃত্বে মহিলাদের বিক্ষোভ কার্যসূচি।
নলবারি, কাঁছার জেলায় বিভিন্ন স্থানে নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির শাখা সন্মেলন অনুষ্ঠিত হয়।