কলমের খোঁচা

পশ্চিমবঙ্গের ভূমি সংস্কারের অন্যতম নেতা হরেকৃষ্ণ কোঙারের প্রয়াণ দিবসে শ্রদ্ধায় ও স্মরণে চিন্তন।


চিন্তন নিউজ, প্রতিবেদনে কল্পনা গুপ্ত, ২৩ শে জুলাই ২০২১ – পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ও সি পি আই এমের নেতা, বিধায়ক, ভূমি মন্ত্রী কমরেড হরেকৃষ্ণ কোঙারের জন্ম হয় ১৯১৫ সালের ৫ ই আগষ্ট বর্ধমান জেলার রায়না থানার কোমড়গড়িয়া গ্রামে। পরে বিদ্যাশিক্ষার জন্য মেমারিতে চলে আসেন সপরিবারে। কলেজে পড়ার সময়ে আইন অমান্য আন্দোলনে যোগ দেন ও মাত্র ১৮ বছর বয়েসে ব্রিটিশ সরকার তাকে আন্দামানের সেলুলার জেলে ৬ বছরের জন্য পাঠিয়ে দেয়। ছাত্রজীবনেই তিনি ভূপেন্দ্রনাথ দত্ত, বঙ্কিম মুখার্জির মত কমিউনিস্টদের সাথে যোগাযোগ শুরু করেন এবং কারাবাসের সময় সতীশ পাকড়াশী, নিরঞ্জন সেনগুপ্ত ইত্যাদি বিপ্লবীদের সাথে যুক্ত হয়ে কমিউনিস্ট সংহতি গড়ে তোলেন। এরপর ১৯৩৮ সালে তিনি মুজাফফর আহমেদের সংস্পর্শে এসে কমিউনিস্ট পার্টির সদস্য হন।

হাওড়া ও কলকাতা অঞ্চলে শ্রমিকদের মধ্যে কাজ করার সময়ে বিনয় চৌধুরী তাঁকে বর্ধমানে নিয়ে আসেন কৃষকদের মধ্যে কাজ করার জন্য। ১৯৪৬ – ৪৭ এ দ্বিতীয় ক্যানেল ট্যাক্স আন্দোলন এবং অজয় নদের বাঁধ আন্দোলনে (১৯৪৩-৪৪) তাঁর ভূমিকা ছিলো গুরুত্বপূর্ণ। ১৯৫৩ এর খাদ্য আন্দোলন ও ১৯৫৭ এর আইন অমান্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার জন্য তিনি দু’বারই গ্রেফতার হন। ভারত- চীন যুদ্ধের সময় ১৯৬৪ সাল অবধি তাঁকে জেলে রাখা হয়। এই সময়ে ভারতের কমিউনিস্ট পার্টি ভেঙ্গে সিপি আই ও সি পি আই ( এম) হলে তিনি সি পি আই ( এম) দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হন। ১৯৬৮ থেকে আমৃত্যু হরেকৃষ্ণ কোঙার সর্বভারতীয় কৃষক সভার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি হয়ে বেশ কয়েকবার আন্তর্জাতিক স্তরে ভিয়েতনাম, চীন,সাইপ্রাস,ইতালি, রোম, চেকোস।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।