চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২২ শে জুলাই, ২০২১ – গুসকরা পূর্ব রেশ ভল্যান্টিয়ার্রস পরিচালিত ‘ মেহেবুব জাহেদী’ পাঠশালায় শিশুমন স্কুলে মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের পঠনপাঠনের তৃতীয় সপ্তাহ চলছে।
মেমারি ২ এরিয়া কমিটি এলাকায় সাতগাছিয়ায় একজন রোগীকে অক্সিজেন দেওয়া হয় গতকাল রেড ভলান্টিয়ার্স টিমের পক্ষ থেকে।
কালনা, সংবাদদাতা- সোনালি দত্ত – আজ টীকা নিয়ে সাধারণ মানুষের হয়রানি বন্ধ করা,তৃনমূলের নেতা সহ মন্ত্রীদের টীকা নিয়ে দুর্নীতি বন্ধ করা,টিকা প্রদানকারী কেন্দ্রের সংখ্যা বাড়ানো, দৈনিক টীকার সংখ্যা বাড়ানোগর দাবীতে কালনা মহকুমা হাসপাতালের সুপারকে এক ডেপুটেশন দেওয়া হলো।
ডেপুটেশনে সভাপতিত্ব করেন কালনা এরিয়া কমিটির অন্যতম সদস্য অরুনাভ চক্রবর্তী।
এছাড়া সভায় বক্তব্য রাখেন যুবনেতা পীযুষ চ্যাটার্জী,কমঃ গৌতম হালদার, অরিজিত রায়,শিক্ষক নেতা নীরব খাঁ,গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব তথা কালনা শহর এরিয়া কমিটির সম্পাদক ডাঃ গৌরাঙ্গ গোস্বামী মহাশয়।
ডেপুটেশন টিমে ছিলেন গৌরাঙ্গ গোস্বামী, মহম্মদ শা, সঞ্জিত মুখার্জী,যুবনেতা হালিম সেখ,নীরব খাঁ প্রমুখ নেতৃত্ব।