২২ শে জুলাই:- চিন্তন নিউজ :—- জয়দেব ঘোষ:- কোন্নগরে একের পর এক ইস্কুলে আন্দোলনে জয় এসএফআই-এরঃ – আজ কোন্নগর হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএফআই কোন্নগর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ইস্কুলের প্রধান শিক্ষিকাকে ডেপুটেশন দেওয়া হয়। গতকাল এসএফআই নেতৃত্বের কাছে খবর আসে যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১৫০০টাকা ধার্য করেছে ইস্কুল কর্তৃপক্ষ। আজ এসএফআই-এর পক্ষ থেকে ইস্কুলে যাওয়া হয়। সেখানে ছাত্রী সহ অভিভাবকবৃন্দও উপস্থিত ছিলেন। এসএফআই নেতৃত্ব স্পষ্ট জানান যে এই অতিমারির পরিস্থিতিতে সরকারী নির্দেশিকার বাইরে এক টাকাও নেওয়া যাবে না। ইস্কুলের প্রধান শিক্ষিকাও এসএফআই এর দাবীর সাথে সহমত হন এবং জানান নন-ল্যাবের জন্য ৫০০টাকা এবং ল্যাবের জন্য ৫৫০টাকা করে নেওয়া হবে। ইস্কুলের ডেপুটেশনের প্রতিনিধিদলে ছিলেন এসএফআই হুগলি জেলা কমিটির সভানেত্রী কমরেড নবনীতা চক্রবর্তী, রাজ্য কমিটির সদস্য কমরেড অর্ণব দাস, কমরেড শুভঙ্কর পাল, কমরেড সুফল সেনগুপ্ত এবং কমরেড শুভমিতা হালদার।
আজ ২২ . ৭. ২০২১ তারিখ দিল্লীতে সারা ভারত কৃষক সমন্বয় কমিটির ডাকে সংসদ ভবনের সামনে কৃষি বিল বাতিলের দাবীতে আন্দোলনকে সংহতি জানিয়ে চুঁচুড়া আখন বাজারে জেলা কৃষক সভা , ক্ষেতমজুর সংগঠন ও সিআইটিইউ র উদ্যোগে অবস্থান কর্মসূচী ৷ বক্তব্য রাখেন কমরেড মলয় সরকার, কমরেড আশুতোষ মুখোপাধ্যায়, কমরেড সৈকত সন ,মাজেদ মন্ডল ও কমরেড গুরুদাস ব্যানার্জী প্রমূখ ।।
সোমনাথ ঘোষ:-দিল্লিতে ঐতিহাসিক কৃষক আন্দোলন ২৩৮ দিন চলছে। সংযুক্ত কিষান মোর্চার উদ্যোগে ৩টি কালা কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে সংসদ ভবনে কৃষকদের ধর্না চলছে। তাঁর প্রতি সংহতি জানিয়ে চন্ডীতলা ১ ব্লক সংযুক্ত কিষান মোর্চার উদ্যোগে বনমালিপুর চৌমাথায়, মসাটে অবস্থান ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। তিনটি আইন বাতিল, পেট্রোল ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ও সকলকে বিনামূল্যে দ্রুত ভ্যাকসিন দেবার দাবী জানিয়ে বক্তব্য রাখেন কৃষক সভার পক্ষে কমরেড সোমনাথ ঘোষ। সভাপতিত্ব করেন কমরেড অশোক নিয়োগী । উপস্থিত ছিলেন কমরেড আশীষ চ্যাটার্জি, কমরেড সঞ্জয় ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব ।
শ্রীরামপুর রেড ভলেন্টিয়ার্সদের কাজ অনুষ্কা ও মোহনা নামের দুটি বাচ্চা মেয়ে যাদের একজন সপ্তম শ্রেণী ও আরেকজন পড়ে তৃতীয় শ্রেণীতে। রেড ভলেন্টিয়ার্স দের কাজ দেখে তাদেরো কিছু করার ইচ্ছা হয়।তারা তাদের ইচ্ছের কথা তাদের দাদু কে জানালে তিনি ভলান্টিয়ার্স দের খবর দেন এবং বাড়ীতে এলে রেড ভলেন্টিয়ার্স দের হাতে বাচ্চা মেয়ে দুটি তাদের জমানো বেশ কিছু টাকা সাহায্য করে।রেড ভলেন্টিয়ার্স দের পক্ষে এই টাকা নিতে উপস্থিত ছিলেন কমরেড প্রবাল কর, কমরেড নবনীতা চক্রবর্তী ও কমরেড কৌশিক দাস।